শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ৯ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

হিন্দি সিনেমা এনেও তাজ হলে দর্শক নেই!

ছবি: ঢাকাপ্রকাশ

শাহরুখ খান অভিনীত হিন্দি চলচ্চিত্র 'ডানকি' চলছে নওগাঁর প্রাণকেন্দ্র তাজের মোড়ে ‘তাজ' সিনেমা হলে। প্রতিদিন ৪টি শো প্রদর্শিত হচ্ছে হলটিতে। কিন্তু এই হলে দর্শক পাচ্ছে না 'ডানকি'।

সোমবার (৪ মার্চ) সরেজমিনে তাজ হলে দেখা যায়, প্রচুর সিট খালি রয়েছে। বলতে গেলে, দর্শকই নেই। হলের ডিসিতে আসন সংখ্যা ৩০৫টি, রিয়েল স্টল ৭০০টি কিন্তু দুপুর সাড়ে ১২টার (প্রভাতি) শোতে একজন দর্শক সেখানে দেখেছেন না। দর্শক না থাকায় হল বন্ধ।

তাজ সিনেমা হলে কর্মরত ফনির । ছবি-ঢাকাপ্রকাশ

তাজ সিনেমা হলে দীর্ঘ দিন ধরে চাকরি করছেন ফনির। হলের নিচতলার প্রবেশ মুখে বিষন্ন মনে তিনি অপেক্ষায় ছিলেন দর্শকের। ঢাকাপ্রকাশকে তিনি বলেন, '২৬ বছর ধরে তাজ হলে চাকরি করছি। হিন্দি সিনেমা এনেও হলে দর্শক নেই! হিন্দি 'ডানকি’ সিনেমার দর্শকও কম। আরও বেশি দর্শক আশা করেছিলাম।'

প্রভাতী শো দেখতে এসেছিলেন ফিরোজ ও হামিম নামের দুই কলেজ শিক্ষার্থী তারা জানান, হিন্দি সিনেমা বলেই ডানকি দেখতে এসেছেন। তবে, আমরা ছাড়া কোন দর্শক না থাকায় হলের শো প্রদর্শন হবে না জেনে তারাও হতাশ।

তাজ সিনেমা হল অপারেটর রিপন ঢাকাপ্রকাশকে বলেন, ‘গত শুক্রবার থেকে হিন্দি সিনেমা ডানকি চলছে গতকাল রবিবার একটি শোতে ৮জন দর্শক নিয়ে চলেছিলো আজ কোন দর্শক না থাকায় শো বন্ধ রাখতে হচ্ছে। হিন্দি সিনেমা এনেও লাভ হলো না।'

এ প্রসঙ্গে মুক্তিযোদ্ধা নাট্যকার এবিএম রফিকুল ইসলাম ঢাকাপ্রকাশকে বলেন,‘সুপারষ্টার শাহরুক খানের ছবি ত দেখার কথা’! কেন দর্শক নেই? দর্শককে হলমুখী করতে দীর্ঘদিন ধরে হিন্দি সিনেমা প্রদর্শনের জন্য শত বাধা-বিপত্তি আর দেশীয় চলচ্চিত্র পরিবারের আন্দোলনকে উপেক্ষা করে হিন্দি সিনেমা আনলেও এখনো বাজার সৃষ্টি করতে পারেননি তারা।’

তিনি আরোও বলেন, ‘একটি চলচ্চিত্র প্রতিষ্ঠিত হয় দর্শকদের মনে তখনই আকর্ষণ করে যখন গল্পটা জীবনমুখী হয়। বাস্তবমুখী চিত্রনাট্য দিয়ে ছবিটা তৈরি হয় তখন দর্শক আকৃষ্ট হয়। যখন পেক্ষাগৃহে দর্শক আসে না হল গুলো বন্ধ হয়ে যাচ্ছে বুঝে নিতে হবে ‘বাস্তবতা বিবর্জিত’ চলচ্চিত্র যার কারণে চলচ্চিত্র প্রত্যাখ্যান করছে দর্শক।’

প্রতিদিন দুপুর সাড়ে ১২টা, ৩টা, সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় ডানকি সিনেমা দেখানো হচ্ছে তাজ সিনেমা হলে।

Header Ad
Header Ad

২৯ মিলিয়ন ডলারের সহায়তা পেয়েছে ২ সদস্যের একটি অপরিচিত বাংলাদেশি ফার্ম: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে ২৯ মিলিয়ন ডলার সহায়তা সম্পর্কিত এক বিতর্কিত মন্তব্য করেছেন। যা ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে বিদেশি সহায়তার বিতরণ এবং তার নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠেছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ওয়াশিংটন ডিসিতে গভর্নরদের নিয়ে আয়োজিত 'গভর্নরস ওয়ার্কিং সেশন'-এ ট্রাম্প জানান, এই অর্থ একটি অজ্ঞাত ছোট ফার্মের হাতে গেছে, যেটি আগে কখনো শোনা যায়নি। তিনি আরও বলেন, সেখানে মাত্র দুজন কর্মী কাজ করছে এবং ফার্মটি ২৯ মিলিয়ন ডলারের বিশাল পরিমাণ চেক পেয়েছে।

ট্রাম্প মন্তব্য করেন, "আপনারা কী ভাবতে পারেন? একটি ছোট সংস্থা এখানে ১০ হাজার বা এক লাখ ডলার পায়, অথচ ওই সংস্থা ২৯ মিলিয়ন ডলার পেয়েছে। সেখানে মাত্র দুজন কর্মী। আমি মনে করি, তারা খুব খুশি, খুব ধনী হতে চলেছে। খুব শীঘ্রই তাদের ছবি বড় বিজনেস ম্যাগাজিনে প্রকাশ হবে।"

এছাড়া, ভারতকে দেওয়া ২১ মিলিয়ন ডলারের সহায়তা নিয়েও তিনি মন্তব্য করেন। ট্রাম্প বলেন, "আমরা ভারতের জন্য ২১ মিলিয়ন ডলার দিচ্ছি, ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য। তবে, আমিও চাই ভোটার উপস্থিতি বাড়ুক।"

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ওয়েবসাইট অনুযায়ী, বাংলাদেশের 'রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণ' (এসপিএল) প্রকল্পটি ইউএসআইডি ও ডিএফআইডি-এর অর্থায়নে পরিচালিত হচ্ছিল। এর মূল লক্ষ্য ছিল রাজনৈতিক দলগুলোর দক্ষতা বৃদ্ধি, দল ও জনগণের মধ্যে সংযোগ শক্তিশালীকরণ এবং রাজনৈতিক সহিংসতা কমানো। এই প্রকল্পটি ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত চলার কথা ছিল।

Header Ad
Header Ad

ভয়াবহ সন্ত্রাসী হামলা: প্রাণে বাঁচলেন দিতি কন্যা লামিয়া

প্রয়াত চিত্রনায়িকা দিতির কন্যা লামিয়া। ছবি: সংগৃহীত

প্রয়াত চিত্রনায়িকা দিতির কন্যা লামিয়া সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তার গাড়ি ভাঙচুর এমনকি তার পা ভেঙে দিয়েছে বলে জানা গেছে। প্রাণ নিয়ে পালিয়ে ঢাকা ফিরেছেন লামিয়া চৌধুরী। নারায়ণগঞ্জের সোনারগাঁও নিজ বাড়িতে প্রায় ৪০ জন তাকে আক্রমণ করেন।

লামিয়া জানিয়েছেন, ‘জমি দখলের চেষ্টায় হামলা চালানো হয়। পা ভেঙে দিয়েছে, কোনো রকম প্রাণ নিয়ে পালিয়ে ঢাকায় এসেছেন তিনি।’
এদিকে লামিয়া তার ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়ে লিখেছেন, আমার পাশে কি কেউ নেই?
তিনি আরও লেখেন, আমার মা-বাবা মারা গেছে বলে আমার পাশে কি কেউ নাই? তবে কারা কিংবা কিভাবে এই হামলা করেছে তা বিস্তারিত জানা যায়নি।

Header Ad
Header Ad

ফাগুনের দুপুরে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার আকাশ আজ সকালে কিছুটা মেঘলা ছিল। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে, ফাগুনের মাঝেই স্বস্তির বৃষ্টি নেমে ভিজিয়ে দিয়েছে শহরটিকে। এখনও আকাশ মেঘলা। কিছু জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে।

এদিকে বৃষ্টির কারণে সড়কে চলতে থাকা অনেকেই সমস্যায় পড়েন। বিশেষ করে, অপ্রস্তুত অবস্থায় যাত্রীদের অনেককে ফুটওভার ব্রিজের নিচে আশ্রয় নিতে দেখা যায়, যাতে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার অপেক্ষা করা যায়। অন্যদিকে, বৃষ্টিতে ভিজে অনেকেই নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য বাসে উঠতে বাধ্য হন।

এদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, পশ্চিমবঙ্গ ও তার পার্শ্ববর্তী অঞ্চলে পশ্চিমা লঘুচাপের প্রভাব রয়েছে। এছাড়া, মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই অবস্থার প্রভাবে, ঢাকাসহ রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও অন্যান্য বিভাগে বৃষ্টি হতে পারে। এদিকে, আগামীকাল রবিবার (২৩ ফেব্রুয়ারি), দেশের বিভিন্ন জায়গায় বিশেষত রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু অংশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। এছাড়া, রাত থেকে ভোর পর্যন্ত কিছু কিছু এলাকায় কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা দিনের শুরুতে পরিবহণে সমস্যা সৃষ্টি করতে পারে।

আগামী সোমবার (২৪ ফেব্রুয়ারি), আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে আকাশে আংশিক মেঘলা ভাব থাকতে পারে। সেই সাথে, শেষ রাত থেকে ভোর পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

অবশ্য, আগামী ৫ দিনের মধ্যে বড় ধরনের আবহাওয়ার পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই, বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

২৯ মিলিয়ন ডলারের সহায়তা পেয়েছে ২ সদস্যের একটি অপরিচিত বাংলাদেশি ফার্ম: ট্রাম্প
ভয়াবহ সন্ত্রাসী হামলা: প্রাণে বাঁচলেন দিতি কন্যা লামিয়া
ফাগুনের দুপুরে রাজধানীতে স্বস্তির বৃষ্টি
‘আমাদের অনেক বয়স হয়েছে, নবীন-তরুণরা দেশকে নতুন করে চিন্তা করছেন’
ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষেই সম্ভব: তারেক রহমান
চলন্তবাসে বাসে ডাকাতি ও শ্লীলতাহানি, টাঙ্গাইলে গ্রেফতার ৩
আমরা কারো দাবার গুটি হবো না: জামায়াত আমির
গরমে স্যুট পরে এসির তাপমাত্রা কমানো বন্ধ করুন: জ্বালানি উপদেষ্টা
সেনাবাহিনীতে চাকরির সুযোগ, আবেদন শুরু ২৮ ফেব্রুয়ারি
নতুন দলের শীর্ষ ছয়টি পদ নিয়ে ‘সমঝোতা’
মিঠাপুকুরে তোপের মুখে পালিয়ে গেলেন সাব রেজিস্ট্রার
আমার মা চাইতেন না আমি বিয়ে করে সংসারী হই : পপি  
ঝিনাইদহে ৩ জনকে হত্যা, দায় স্বীকার করলো চরমপন্থী সংগঠন  
দুদকে এখনো বহাল ফ্যাসিস্ট সরকারের প্রেষণে আসা অর্ধশত কর্মকর্তা  
খিলগাঁওয়ের আগুনে পুড়ে ছাই ২০টি দোকান ও দুটি স’মিল
পদ্মাপাড়ে মুখে স্কচটেপ প্যাঁচানো ব্যবসায়ীর লাশ উদ্ধার  
সার্ক পুনরুজ্জীবনের প্রশ্নে বাংলাদেশকে যে বার্তা দিলো ভারত
জামায়াতের আমিরকে যানজট মুক্ত করতে গিয়ে প্রাণ দিলেন কর্মী
সুনামগঞ্জের মধ্যনগরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা  
একুশে টিভিকে হুমকি, জামাত নেতার বিরুদ্ধে থানায় জিডি