মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫ | ২৩ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

আম্বানির ছেলের বিয়েতে নাচতে গিয়ে পোশাক ছিঁড়ে বিপাকে রিহানা!

ছবি: সংগৃহীত

ভারতের সবচেয়ে ধনী পরিবারের বিয়ে বলে কথা! আয়োজনের কোনো কমতি থাকতেই পারে না। রাজকীয় এক বিয়েরই সাক্ষী হতে চললো মুকেশ আম্বানীর ছোট ছেলে অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্ট।

যদিও এখন চলছে প্রাক্‌ বিবাহ অনুষ্ঠান। আনুষ্ঠানিকভাবে জুলাই মাসে বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি। তবে উৎসব শুরু হয়ে গেছে মার্চে মাসেই!

নীতা আম্বানী ও মুকেশ আম্বানীর কনিষ্ঠ পুত্রের বিয়ে উপলক্ষে সেজে উঠেছে গুজরাটের জামনগর। যেখানে অংশ নিয়েছেন বলিউড থেকে শুরু করে দক্ষিণী সিনেমার মেগাস্টাররা।

 

ছবি: সংগৃহীত

শুধু তারকাই নন, বিয়ের আয়োজন মাতিয়েছেন হলিউড পপগায়িকা রিহান্না। চলতি সপ্তাহে জামনাগরে এসে পৌঁছায় তার দল। এরপর বৃহস্পতিবার ভারতে পা রাখেন এই গায়িকা। শুক্রবার সন্ধ্যায় ‘ডায়মন্ড’ গেয়ে দর্শককে বুঁদ করে রাখেন তিনি।

এসবের মাঝেও পোশাক ছিঁড়ে বিপাকে পড়েন রিহান্না। স্টেজে পারফর্ম করতে গিয়েই ঘটে সেই বিপত্তি। আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, হাতে মাইক, পরনে সবুজ রঙের বডিকন পোশাক, মাথায় গোলাপি টুপি। কখনো গাইছেন কখনো নাচছেন গায়িকা। এর মধ্যেই হঠাৎ তার পোশাকের একটা অংশ ছিড়ে যায়। তবুও নাচ থামাননি তিনি। সমানতালে নীতা আম্বানির সাথে পা মিলিয়ে নেচে চলেছেন ।

 

ছবি: সংগৃহীত

এরপর অনন্তের হবু স্ত্রী রাধিকা মার্চেন্টের নাম উচ্চারণ করতে গিয়ে ভুল নাম বলে ফেলেন রিহান্না। তবুও আত্মবিশ্বাসে ভাটা পড়েনি গায়িকার। একের পর এক অনবদ্য পারফরম্যান্সে মুগ্ধ করেছেন সকল অতিথিদের।

শোনা যাচ্ছে, বিয়েতে পারফর্মের জন্য প্রায় ৬৬ থেকে ৭৭ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন এই গায়িকা। তার সঙ্গে এই আয়োজনে যোগ দিয়েছে নিজের দল।

 

Header Ad
Header Ad

‘ফিরোজা’ থেকে বিমানবন্দরের পথে খালেদা জিয়া

‘ফিরোজা’ থেকে বিমানবন্দরের পথে খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পথে রওনা হন।

রাত ৮টা ১৫ মিনিটে খালেদা জিয়া ফিরোজা থেকে গাড়িতে চড়ে বের হলে নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। তারা তার নামে স্লোগান দেন।

বিশেষ রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন কাতারের আমির, যা রাত ১০টায় ঢাকার বিমানবন্দর থেকে যাত্রা করবে। এই বিমানে প্রথমে দোহা হয়ে খালেদা জিয়া লন্ডনে পৌঁছাবেন। সেখানে ‘লন্ডন ক্লিনিক’-এ তাকে ভর্তি করা হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, লন্ডনে পৌঁছানোর পর খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং পরবর্তী চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।

এই সফরে খালেদা জিয়ার সঙ্গে তার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, দলের নেতৃবৃন্দ, চিকিৎসক ও ব্যক্তিগত কর্মকর্তারা আছেন।

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেন, "আমাদের নেত্রীর উন্নত চিকিৎসার জন্য ১৬ কোটি মানুষ দোয়া করছেন। আমরা আশা করি, তিনি সুস্থ হয়ে দ্রুত দেশে ফিরবেন।"
প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, "খালেদা জিয়া এবং তারেক রহমানকে একসঙ্গে দেশে ফিরে আসতে দেখার অপেক্ষায় আছে দেশের মানুষ।"

খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের পাঠানো দ্রুতগামী এয়ারবাসে আধুনিক চিকিৎসার সব সুযোগ-সুবিধা রয়েছে। এটি জরুরি পরিস্থিতিতে রোগীদের জন্য সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সক্ষম।

২০১৭ সালের জুলাই মাসের পর খালেদা জিয়ার এটি প্রথম বিদেশ সফর। চিকিৎসার জন্য এই সফরকে বিএনপি নেতারা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আবেগপূর্ণ হিসেবে দেখছেন।

এই যাত্রায় বিএনপি চেয়ারপারসনের প্রতি নেতা-কর্মীদের আবেগ এবং তার সুস্থতার জন্য দোয়া দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Header Ad
Header Ad

কানাডার অনেকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে তাঁদের দেশকে দেখতে চান: ট্রাম্প

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, প্রতিবেশী দেশ কানাডার অনেক বাসিন্দা তাঁদের দেশকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে দেখতে চান। গতকাল কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণার পর ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, কানাডার অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতার কারণে দেশটির অনেক নাগরিক যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হওয়ার পক্ষে। এতে তাদের বাণিজ্য শুল্ক কমবে, করের হারও হ্রাস পাবে। এ ছাড়া রাশিয়া ও চীনের সম্ভাব্য হুমকি থেকেও কানাডা সুরক্ষিত থাকবে।

তিনি আরও উল্লেখ করেন, "কানাডা যদি যুক্তরাষ্ট্রের অংশ হয়ে যায়, তবে উভয় দেশ মিলে একটি মহান জাতি গঠন করবে। যুক্তরাষ্ট্র আর কানাডার মধ্যে যে বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে, সেটাও সমাধান হবে।"

এদিকে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাঁর দল লিবারেল পার্টির প্রধানের পদ থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

ট্রুডোর জনপ্রিয়তা সম্প্রতি অর্থনৈতিক টানাপোড়েন ও রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যাপকভাবে হ্রাস পায়। ট্রাম্পের মন্তব্যকে অনেকেই মজার ছলে দেওয়া বক্তব্য হিসেবে দেখলেও কানাডার রাজনৈতিক অঙ্গনে এটি আলোচনার জন্ম দিয়েছে।

Header Ad
Header Ad

ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল

শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল। ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার সংবাদ সম্মেলনে বলেন, ‘গুম ও হত্যায় জড়িত ২২ পাসপোর্ট বাতিল করা হয়েছে। এ ছাড়া জুলাই-আগস্টে গণহত্যায় জড়িত ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে, এর মধ্যে শেখ হাসিনার নামও আছে।’

গত ৫ আগস্ট তীব্র গণ-আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মাধ্যমে তার সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন।

এর পরপরই শেখ হাসিনাসহ ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তী সরকার।

ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ দেশের বিভিন্ন আদালতে শতাধিক হত্যা মামলা করা হয়েছে। এরই মধ্যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে ভারত থেকে ফেরাতে দেশটিকে চিঠিও দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারত।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

‘ফিরোজা’ থেকে বিমানবন্দরের পথে খালেদা জিয়া
কানাডার অনেকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে তাঁদের দেশকে দেখতে চান: ট্রাম্প
ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল
পাঁচদশক আড়ালে থাকা মেজর ডালিম বাংলাদেশে ফিরছেন!
সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই মৃদুল গ্রেপ্তার
জুলাই-আগস্ট গণহত্যার ন্যায়বিচার দেখতে চান প্রধান বিচারপতি
আবারও বাড়বে শীতের দাপট, ঘন কুয়াশার সঙ্গে থাকবে ঠাণ্ডা বাতাস
পরিবারসহ নাফিজ সারাফতের বাড়ি, জমি ও ফ্ল্যাট ক্রোকের আদেশ
শিবগঞ্জ-মালদা সীমান্তে কাঁটাতার দেয়া নিয়ে বিজিবি-বিএসএফের উত্তেজনা
দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত: দায় নিয়ে পদত্যাগের ঘোষণা পরিবহনমন্ত্রীর
ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ বাংলাদেশি চট্টগ্রামে পৌঁছেছেন
টাঙ্গাইলে রাতের আঁধারে গুড়িয়ে দেওয়া হলো বঙ্গবন্ধুর ম্যুরাল (ভিডিও)
রোজার আগে পণ্যে শুল্ক আরোপ করা হবে না: অর্থ উপদেষ্টা
ভারতের দখল থেকে কোদলা নদীর ৫ কিলোমিটার উদ্ধার করল বিজিবি
রাতেই লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, বিমানবন্দরে পাবেন ভিআইপি প্রটোকল
হাসিনার বিশেষ সহকারী শিখর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
জুলাই অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র নির্মাণে আট পরিচালক নির্বাচিত
সচিবালয় গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি
বিপিএলে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের ব্যর্থতায় টানা চার ম্যাচ হার
দেশে দুই যুগ ধরেই আছে এইচএমপিভি, মৃত্যুর ঘটনা নেই