‘দুর্দিনের কর্মীরা নমিনেশন পাই না, অপু-নিপুণরা কোথা থেকে আসে?’
ঢাকাপ্রকাশ ফাইল ।
রাজনীতির মাঠে সক্রিয় না থাকলেও দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিনোদন পাড়ার একঝাঁক অভিনেত্রী। এ তালিকায় রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, সোহানা সাবা ও নিপুণ সহ আরও অনেকে।
নায়িকাদের ফরম কেনার হিড়িক দেখে ক্ষোভ বাড়তে থাকে আওয়ামী মহিলা লীগের সক্রিয় নেত্রীদের মধ্যে। তারা প্রশ্ন রাখেন, ‘দুর্দিনের কর্মীরা নমিনেশন পাই না, অপু বিশ্বাস, নিপুনরা কোথা থেকে আসে?’ শুধু ক্ষোভ নয়, স্বপ্নের সংসদ সদস্য গ্ল্যামারের কাছে ধরাশয়ী হওয়ার সঙ্কায় কান্নায়ও ভেঙে পড়েন তারা।
মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই চিত্র দেখা যায়।
গণমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়ে যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আসমান আক্তার বলেন, ‘দুর্দিনে রাজপথে ছিলাম। সেই অধিকার নিয়ে সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম কিনতে এসেছি। এসেই হতাশ হইয়া পড়লাম। নায়িকাদের বেল দেখে হতাশ না হইয়া পারছি না। এই নায়িকারা কই ছিল এতদিন? রাজপথে তো তাদের কাউকেই দেখিনি কোনোদিন। এরা যদি আমাদের মত কর্মীদের কিসমত মেরে খাইতে আসে। তাহলে আমরা কই গিয়ে দাঁড়াব।’
রাজনীতির মাঠে সক্রিয় না থেকেও সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন গ্রহণ করে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ও মমতাজ বেগম এর আগে সংসদ সদস্য হয়েছেন। সেই ধারাবাহিকতায় শেষ খবর পাওয়া পর্যন্ত মনোনয়ন কিনেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, সোহানা সাবা, নিপুণ, তানভিন সুইটি। অভিনয়ের পাশাপাশি রাজনীতির মাঠের সক্রিয় কর্মী উর্মিলা শ্রাবন্তী কর ও সৈয়দা কামরুন নাহার শাহনূরও মনোনয়ন ফরম কিনেছেন।