৫০০ কোটি ভিউয়ের রেকর্ড করল ‘গ্যাংনাম স্টাইল’
ছবি: সংগৃহীত
২০১২ সালের দিকে ইউটিউবে প্রকাশিত হয় অদ্ভুত নাচের ভঙ্গির সঙ্গে ‘গ্যাংনাম স্টাইল’ গান। এই গানের বদৌলতে সারা বিশ্বে রাতারাতি তারকা খ্যাতি পান দক্ষিণ কোরিয়ার শিল্পী সাই। দক্ষিণ কোরিয়া ছাপিয়ে পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছিল ‘গ্যাংনাম স্টাইল’। এবার ৫০০ কোটিবার ভিউয়ের রেকর্ড করেছে গানটি। বিশ্বজুড়ে কে-পপকে জনপ্রিয় করে তোলার পেছনে ‘গ্যাংনাম স্টাইল’ গানটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
প্রথম কোনো কে-পপ গান হিসেবে এটি বিলবোর্ডের হট ১০০ গানের তালিকার দ্বিতীয় অবস্থানে ছিল। গানটি ইউটিউবে প্রকাশের প্রথম কোনো ভিডিও হিসেব মাত্র ১৫০ দিনের ব্যবধানে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড করেছিল।
২০১৭ সালে বিলবোর্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘গ্যাংনাম স্টাইল’ নিয়ে সাই বলেছিলেন, আমি এখনো বুঝতে পারছি না গানটি কেন বিশেষ। এটা বুঝতে পারলে আবারও করতাম।
প্রসঙ্গত, ‘গ্যাংনাম’ হচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি অভিজাত শহর। যেখানকার বাসিন্দাদের চাকচিক্যময় স্টাইলও হলো ‘গ্যাংনাম স্টাইল’।