৫ বছর আগে যা বলেছিলেন হিমু
ছবি:সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় অভিনয় শিল্পী হুমায়রা হিমুর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ দেশের বিনোদন অঙ্গন। হিমুর মৃত্যুর পর তার আগে দেওয়া একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ২০১৮ সালে অভিনেত্রী তাজিন আহমেদের মৃত্যুর পর ফেসবুকে কিছু কথা শেয়ার করেছিলেন হিমু।
তখন অভিনেত্রী বলেছিলেন, ‘আজ আমাদের মিডিয়া তাজিন আপুনিকে নিয়ে কত কথা বলছে। কিন্তু আপুনি যখন একা নিঃসঙ্গ অসহায় জীবন পার করছিল, তখন কেউ তার পাশে এসে দাঁড়ায়নি।’
‘এখন অনেকে দাবি করছে, আমরা তার সহশিল্পী। আমরা তার কত কিছু, বন্ধু...কেন ভাই? এই বন্ধু, সহশিল্পী, বেঁচে থাকতে আমরা তার পাশে এগিয়ে আসতে পারিনি? পাশে আসা আমাদের উচিত ছিল। কিন্তু আমরা তা করিনি।’
ওই বক্তব্যে হুমায়রা হিমু আরও বলেছিলেন, ‘একসময় আমিও মারা যাব, আমরা কেউ সারা জীবন বেঁচে থাকব না। আমরা মারা গেলেও আমাদের মিডিয়া আমাদের নামে অনেক গল্প বানাবে।’
অভিনেত্রীর মৃত্যুর পর তার এসব বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। অনেকে বলছেন, তাজিন আহমেদের মৃত্যু নিয়ে হুমায়রার বক্তব্য আশ্চর্যজনকভাবে তার সঙ্গে মিলে গেল!
উল্লেখ্য, অভিনেত্রী হুমায়রা হিমু বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ফ্যানের হ্যাঙ্গারে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয় তাকে। সেখান থেকে হিমুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।