যে ছবি কথা বলে!
কিংবদন্তি চিত্রনায়ক ফারুক আর নেই। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৫মে) স্থানীয় সময় সকাল ৮টায় মৃত্যুবরণ করেন তিনি।
খ্যাতিমান এই নায়কের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। স্যোশাল হ্যান্ডেলে অনেকেই ফারুকের সঙ্গে ছবি দিয়ে শোকবার্তা দিয়ে স্মৃতিচারণ করেছেন।
তবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার দুটি গ্রুপ ছবি প্রকাশ করে শোক প্রকাশ করেছেন তার ফেসবুকে। একটি ছবিতে দেখা যাচ্ছে, ছাদ খোলা গাড়ির সামনে সবার মধ্যমণি নায়ক ফারুক।
তার সঙ্গে উল্লাস ভঙ্গিতে রয়েছেন নিপুণ, চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা মাহিয়া মাহি, রিয়াজকে দেখা যাচ্ছে মাইকিং করতে।
গাড়িয়ে আরও ছিলেন চিত্রনায়ক ইমন, চলচ্চিত্র পরিচালক এসএ হক অলিকসহ আরও অনেকেই। জানা গেছে এই ছবিটি ঢাকা ১৭আসনের ফারুকের নির্বাচনী প্রচারণার সময় তোলা হয়েছিল।
নিপুণ আক্তার তার ফেসবুকে ছবি দুটির ক্যাপশনে লেখেন, ‘বিদায় আমাদের মিয়া ভাই (কিংবদন্তি নায়ক ফারুক স্যার) আজ সকাল ৮টা ৩০মিনিটে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের 'মিয়া ভাই' খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা ১৭ (গুলশান-বনানী) আসনের সংসদ সদস্য কিংবদন্তি অভিনেতা আকবর হোসেন পাঠান (ফারুক) স্যার। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আমি মহান আল্লাহ রব্বুল আলামীনের কাছে প্রার্থনা করি যে উনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন সেই সাথে উনার পরিবার, আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের ধৈর্য ধরার সামর্থ্য দেন।’
এএম/এমএমএ/