শিল্পী সমিতির সদস্যপদ হারাচ্ছেন জায়েদ খান
ঢাকাই সিনেমার আলোচিত একটি নাম জায়েদ খান। তাকে নিয়ে আলোচনার শেষ নেই। বিশেষ করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন থেকেই বেশি আলোচনা তৈরি হয়েছে তাকে ঘিরে। আবারও আলোচনায় এলেন তিনি।
জানা গেছে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ হারানোর পর এবার সদস্যপদও স্থগিত হচ্ছে জায়েদ খানের।
সাধারণ সম্পাদকের পদ হারানোর পর অনেকেই আশঙ্কা করেছিলেন সদস্যপদও বুঝি হারাচ্ছেন তিনি। অবশেষে সেই আশঙ্কার পালে হাওয়া লাগতে বসেছে। সত্যি সত্যিই সদস্যপদ হারাতে যাচ্ছেন তিনি।
কাঞ্চন-নিপুণ পরিষদ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্ব নেওয়ার বছর ঘুরতেই স্থগিত হতে যাচ্ছে দুবারের সাধারণ সম্পাদক থাকা জায়েদ খানের সদস্যপদ।
রবিবার (২ এপ্রিল) শিল্পী সমিতির সভা ডেকেছে বর্তমান কমিটি। যে সভার মূল আলোচ্য বিষয় জায়েদ খান। জানা গেছে, এই সভা থেকেই সিদ্ধান্ত নেওয়া হবে জায়েদ খানের সদস্যপদ স্থগিতের। যদিও বিষয়টি নিয়ে আগাম মন্তব্য করেনি বর্তমান কমিটির কোনো সদস্য।
২০০৮ সালে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করলেও দুই মেয়াদে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন জায়েদ খান। ২০২২ অনুষ্ঠিত নির্বাচনে নিপূণের বিপক্ষে প্রাথমিকভাবে বিজয়ী হলেও অর্থ দিয়ে ভোট কেনার অভিযোগে বাতিল হয় জায়েদ খানের পদ। এরপর আদালত পর্যন্ত গড়ায় নিপূণ ও জায়েদের পদ ফিরে পাওয়ার লড়াই।
সমিতি থেকে যদি জায়েদ খানের সদস্যপদ বাতিল হয় তবে আগামীতে শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিতে পারবেন না এ নায়ক। এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি।
এএম/এমএমএ/