অস্কারে দুই ভারতীয় নারীর বাজিমাত
‘দ্য এলিফেন্ট হুইসপার’র অস্কার জয়ের ফলে আরেকটি গর্বের ভাগীদার হলো বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারটি, সেটি হলো এই সিনেমার মাধ্যমে একজন নারী পরিচালক ও আরেকজন নারী প্রযোজক অস্কার জেতার সম্মান অর্জন করেছেন। তাদের একজন কার্তিকি গনজালভেস, অন্যজন গুনিত মঙ্গা।
কার্তিকি ভারতীয় তামিল প্রামাণ্যচিত্র নির্মাতা। অস্কার জেতার পর তিনি বলেন, ‘অ্যাকাডেমি অ্যাওয়ার্ড আমাদের ছবিটির মাধ্যমে আদিবাসী মানুষজন ও প্রাণীগুলোকে স্বীকৃতি দেওয়ায় আপনাদের ধন্যবাদ। নেটফ্লিক্সকে এই সিনেমাটির শক্তিকে বিশ্বাস করায় ধন্যবাদ। আমার প্রযোজক গুনিত, আমার পুরো দল ও সবশেষ আমার মা, বাবা এবং বোনকে ধন্যবাদ। এই অস্কার আমার মাতৃভূমি ভারতের জন্য।’
এর আগে ২০১৯ সালে গুনিত মঙ্গার ‘প্রিয়ড : অ্যান্ড অব সেনটেন্স’ ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট বিভাগের অস্কার জিতেছেন।
গুনিত একজন ভারতীয় নারী চলচ্চিত্র প্রযোজক। অনেকগুলো বড় সিনেমার প্রযোজক তিনি। তার অনেক সিনেমা এর আগে বিশ্বস্বীকৃতি ও সম্মান লাভ করেছে। তিনি ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বাই’, ‘গ্যাংগস অব ওয়াসিপুর’, ‘দ্য লাঞ্চ বক্স’, ‘মাঙ্কি ভাইরাস’, ‘মুনসুন শুটআউট’র মতো ছবির প্রযোজক। তার অনেক ছবি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে প্রদর্শিত হয়েছে।
ওএফএস/