অস্কারজয়ীদের নরেন্দ্র মোদি-রাহুল গান্ধীর অভিনন্দন
ভারতের তেলুগু সিনেমা ‘আরআরআর’ এর গান ‘নাটু নাটু’ এবং স্বল্পদৈর্ঘ্য বিভাগে ‘দ্য এলিফেন্ট হুইসপার’ সেরা প্রামাণ্যচিত্রের অস্কার জেতায় অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী।
টুইটারে নরেন্দ্র মোদি লেখেন, ‘ব্যতিক্রমী! নাটু নাটু এমন একটি গান হবে যেটিকে সামনের বছরগুলোতে স্মরণ করা হবে। এই মর্যাদাপূর্ণ সম্মানের কারিগর পুরো দলকেই অভিনন্দন। ভারত নির্বাচিত হয়েছে ও অস্কার জয়ের গৌরব লাভ করেছে।’
রাহুল গান্ধী নাটু নাটুকে ‘সত্যিকারভাবে বৈশ্বিকতায় গেছে’ বলে উল্লেখ করেছেন এবং তিনি এম এম কিনাভানি ও চন্দ্রা বোসকে অভিনন্দন জানিয়েছেন। আরআরআর এর পুরো দলকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।
দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিয়াল বলেছেন, তাদের অস্কার অর্জন ভারতবাসীর জন্য একটি গর্বের মুহূর্ত।
তিনি টুইটারে আরও বলেছেন, ‘ভারতীয় চলচ্চিত্র শিল্পের জন্য একটি গর্বের মুহূর্ত এটি। একইসঙ্গে পুরো দেশের জন্য। অপনাদের সুন্দর গানটির মাধ্যমে একটি অস্কার পুরস্কার জয়ের জন্য পুরো আরআরআর দলকে অভিনন্দন।’
অরবিন্দ কেজরিয়াল আরেকটি টুইটারে বলেছেন, ‘সেরা প্রামাণ্যচিত্র’ স্বল্পদৈর্ঘ্য বিভাগের অস্কারটির জন্য বিপুল অভিনন্দন ‘দ্য এলিফেন্ট হুইসপার’র পেছনের পুরো দলকে। আপনারা প্রতিটি ভারতীয়কে গর্বিত করেছেন।’
২০২২ সালের মার্চে মুক্তি পাওয়ার পর এম এম কেরাভানির কম্পোজ করা, চন্দ্রা বোসের লেখা এবং রাহুল সিপলিগঞ্জ ও কালা ভাইরাভার গাওয়া নাটু নাটু স্রোতাদের মাঝে অবিশ্বাস্য জনপ্রিয়তা লাভ করেছে।
‘দ্য এলিফেন্ট হুইসপার’ ৪১ মিনিটের একটি প্রামাণ্য সিনেমা। এই সিনেমাটির প্রযোজক অচিন জৈন এবং গুনিত মঙ্গা।
ওএফএস/