‘কলকাতার মানুষ মর্যাদা দিতে পারেনি, বাংলাদেশের মানুষ দিয়েছে’

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি ঢাকায় এসেছেন তার পরিচালিত সিনেমা ‘এবং ছাদ’ নিয়ে। সিনেমাটি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সোমবার (১৬ জানুয়ারি) জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে প্রদর্শিত হয়েছে।
এই সিনেমাটি প্রদর্শের পর জানিয়েছেন তার ভালো লাগা, মন্দ লাগা ও ক্ষোভের কথা।
শ্রীলেখা বলেন, ‘নিজ শহর কলকাতা আমার সিনেমা দেখায়নি। কিন্তু বাংলাদেশ সাদর অভ্যর্থনা জানিয়েছে। বাংলাদেশে এসে প্রথমবার সিনেমাটি দর্শক সারিতে বসে দেখলাম। নিজ শহরে বসে দেখতে পারলে ভালো লাগত। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমার সিনেমা জায়গা পায়নি। এজন্য একটা আক্ষেপ রয়েছে যে, আমার শহরের মানুষদের আমার নির্মাণ দেখাতে পারিনি। এই দুঃখটা থাকবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশে এসে যে ভালোবাসা পেলাম তা কখনো ভুলব না। কলকাতার মানুষ যে মর্যাদা দিতে পারেনি সেটি বাংলাদেশের মানুষ দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘এতদিন অভিনেত্রী হিসেবে অন্য মানুষের কাজে অভিনয় করেছি। এবার ক্যামেরার পেছনে অভিনেত্রী শ্রীলেখা নিজের লেখা, ভাবনা নিয়ে কাজ করেছে। পরিচালক এবং অভিনেত্রী কখনো এক আবার কখনো আলাদা। যেহেতু অভিনয় করি তাই জানতে চেষ্টা করেছি একজন অভিনয়শিল্পীর ক্যামেরার পেছনে কী কী দরকার হয়। কীভাবে বুঝিয়ে দিলে তার পক্ষে সুবিধা হয়। সেটা আমার কাছে জানার চ্যাপ্টার হয়েছে। নির্মাতা হয়ে এটি খুব উপভোগ করছি।’
এএম/এসজি
