গোল্ডেন গ্লোবে সেরা বিদেশি ছবির পুরস্কার জিতলো ‘আর্জেন্টিনা ১৯৮৫’
গোল্ডেন গ্লোবে সেরা অ-ইংরেজিভাষী বা বিদেশী ছবির পুরস্কার জিতেছে ‘আর্জেন্টিনা ১৯৮৫’। সান্তিয়াগো মিত্রে’র এই হিট ছবি স্থানীয় সিনেমাগুলোর উপর তো রাজত্ব করছেই এর পাশাপাশি আমাজন প্রাইমেও দর্শকদের বন্যা বইয়ে দিয়েছে। এই সিনেমা ঘিরে অস্কার জয়ের আশা এখন আকাশ ছোঁয়া।
১৯৭৬ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত আর্জেন্টিনার গণতন্ত্রকামী নেতাদের ওপর সামরিক শাসকগোষ্ঠীর চালানো পাশবিক ও নিষ্ঠুর অত্যাচারের দলিলের ভিত্তিতে নির্মিত ‘আর্জেন্টিনা ১৯৮৫’ চলচ্চিত্রটি।
আর্জেন্টিনার ইতিহাসের এই অনন্য দলিল গোন্ডেন গ্লোবের সেরা পুরস্কারটি জয় করলো মঙ্গলবার (১০ জানুয়ারি)। এই ছবিটি আর্জেন্টিনার হলগুলোতে এবারে সবচেয়ে বেশি টাকা আয় করেছে।
‘আর্জেন্টিনা, ১৯৮৫’কে সেরা বিদেশী ভাষার সিনেমার পুরস্কার দিয়েছে গ্লোন্ডেন গ্লোবের আয়োজক সংস্থা হলিউডের ফরেন প্রেস অ্যাসোসিয়েশন তাদের ও নানা দেশের বিচারকদের ভোটে।
এই ছবিটি স্প্যানিশ ভাষায় তৈরি, আর্জেন্টিনার রাষ্ট্রভাষা স্প্যানিশ। সিনেমাটিতে অভিনয় করেছেন রিকার্দো দারিন ও পিতার লামফানি-সরকারী অভিসংসক বা আইনজীবির প্রধান দুই চরিত্রে। সত্যিকারের কাহিনীগুলোর ওপর বানানো তাদের সবার জীবনের এই অমর কীর্তি। ‘আর্জেন্টিনা, ১৯৮৫’ লড়াই করেছে জার্মানির ‘অল কোয়ায়েট অন দ্যা ফ্রন্ট লাইন’, বেলজিয়ামের ‘ক্লোজ’, দক্ষিণ কোরিয়ার ‘দি ডিসিশন টু লিভ’ ও ভারতের ‘আরআআর (রাইজ রোয়ার রিভল্ট)’র সঙ্গে। হয়েছে সবার সেরা।
‘আমি এই অনন্য সম্মানটি তাদের সঙ্গে ভাগ করে নিতে চাই, যারা একনায়কতন্ত্রের শুরু থেকে আমাদের গণতন্ত্র দেবার জন্য আর্জেন্টিনাতে লড়াই করেছেন’, একটি পুরোপুরি আবেগপ্রবণ বক্তব্য দিয়েছেন পরিচালক মিত্রে তার প্রধান অভিনেতা দারিনকে সঙ্গে নিয়ে মঞ্চে তারকা শোভিত মিলনায়তনে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের সামনে লস অ্যাঞ্জেলসের সমাপনীতে।
সান্তিয়াগো মিত্রে আরো বলেছেন ইংরেজিতে তার ছবির সত্যিকারের জীবনের গল্পগুলোর কথা জানিয়ে, ‘আমি মনে করি গণতন্ত্র হলো তেমন কিছু, যেজন্য আমাদের লড়াই করে যেতে হবে।’
রিকার্দো দারিন তার দেশ আর্জেন্টিনা ও স্প্যানিশ ভাষার সিনেমাগুলোতে একজন জীবন্ত কিংবদন্তী এবং তিনি ক্লাসিক ধারার সিনেমাগুলোর অন্যতম প্রাণ। দেশের অন্যতম সেরা এই অভিনেতা তার মাতৃভাষা স্প্যানিশে বলেছেন, ডিসেম্বরে কাতারে তার দেশের ফিফা-কাতার বিশ্বকাপের শিরোপা জয়ের পর তার প্রতিদ্বদ্বীদের তিনি আরেকটি মহান জয় প্রদান করলেন। কিংবদন্তী এই অভিনেতা আরো বলেছেন, ‘আজেন্টিনার জনগণের জন্য বিশ্বকাপ জয়ের পর এ আরেকটি মহান বিজয়।’
ওএফএস/এএস