চঞ্চল চৌধুরীকে শুভকামনা জানালেন অমিতাভ বচ্চন

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রানী মুখার্জি, সৌরভ গাঙ্গুলি, অরিজিৎ সিংদের সঙ্গে ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর উদ্বোধনী মঞ্চ ভাগাভাগি করে খবরের শিরোনাম হয়েছিলেন এ দেশের জনপ্রিয় তারকা অভিনেতা চঞ্চল চৌধুরী। সেসময় তাদের সঙ্গে কুশল বিনিময় করে সেলফিও তুলেছিলেন চঞ্চল।
এবার অমিতাভ বচ্চন নিজে চঞ্চল চৌধুরীকে শুভকামনা জানালেন। এমন খবরে আনন্দে ভাসছেন চঞ্চলসহ তার অগণিত ভক্তরা।
বুধবার (১১ জানুয়ারি) অমিতাভ বচ্চন তার টুইটারে চঞ্চলের নতুন সিনেমার জন্য শুভকামনা জানিয়ে পোস্টার শেয়ার করেছেন।
কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি পরিচালিত ‘পদাতিক’ সিনেমায় কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। এই সিনেমার পোস্টার নিজের টুইটারে শেয়ার করেছেন অমিতাভ বচ্চন। সঙ্গে চঞ্চল ও সৃজিতের নাম উল্লেখ করে শুভকামনা জানিয়েছেন বিগবি।
এ সম্পর্কে চঞ্চল চৌধুরী বলেন, ‘আসলে অমিতাভ বচ্চনের মতো এত বড় মাপের একজন অভিনেতা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। এটার আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না। আমাকে একজন ফোন করে বিষয়টি জানিয়েছে। আমার কাছে বিষয়টি স্বপ্নের মতো লাগছে।’
‘পদাতিক’ সিনেমায় চঞ্চলের সঙ্গে দেখা যাবে কলকাতার মনামী ঘোষকে। চলতি মাসেই এই সিনেমার কাজ শুরু হওয়ার কথা রয়েছে।
এএম/এসজি
