সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল ড্রেস বিতরণ করলেন ইমন-নিরব

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করলেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও নীরব। শনিবার (৭ জানুয়ারি) ঢাকার এসওএস শিশু পল্লীর অডিটোরিয়ামে আনন্দমেলা লস এঞ্জেলস এর সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছায়াতল বাংলাদেশের উদ্যোগে প্রায় দুই শতাধিক শিশুদের মাঝে এ পোষাক বিতরণ করা হয়।
অন্যদিকে নতুন স্কুল ড্রেস পেয়ে খুবই উচ্ছ্বসিত শিশুরা। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করেন স্কুলের শিক্ষাথীরা।
‘ছায়াতল বাংলাদেশ’ দীর্ঘদিন ধরেই সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে শিক্ষা,পুষ্টি, স্বাস্থ্য ও কর্মমুখী প্রশিক্ষণসহ বিভিন্ন কাজ করে যাচ্ছে। অন্যদিকে ‘আনন্দমেলা লস এঞ্জেলস’ আমেরিকার ক্যালিফোর্নিয়া সিটির সুপরিচিত একটি সামাজিক সংগঠন। সংগঠনটি সাংস্কৃতিক কর্মকাণ্ড ছাড়াও দেশের দুঃস্থ-অসহায় মানুষের সেবায় কাজ করে।
সংস্থাটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী খান বলেন, ‘প্রবাসে অবস্থান করলেও সবসময় সমাজের পিছিয়ে থাকা শিশুদের খোঁজ-খবর রাখার চেষ্টা করি।’
এএম/এসআইএইচ
