‘তোমাকে নেইনি তার মানে তোমার যোগ্যতা নেই’ দীঘির উদ্দেশে রাফী

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে নির্মাতা রায়হান রাফীর দেওয়া একটি বক্তব্যকে ঘিরে চলছে সমালোচনা।
বিশেষ করে রাফীর বক্তব্যে দীঘির নাম উল্লেখ করে সরাসরি আক্রমণ করায় আরও বেশি সমালোচনা তৈরি হয়েছে।
রাফী তার বক্তব্যে বলেন, ‘তোমাকে টিকটক বন্ধ করতে হবে। তোমাকে ফিট হতে হবে। তোমাকে অভিনয় শিখতে হবে। তোমাকে কেউ নিচ্ছে না কেন? তার মানে তোমার যোগ্যতায় সমস্যা আছে। আমি তোমাকে নেইনি তার মানে তোমার যোগ্যতা নাই। তোমার যোগ্যতা নেই তুমি কাজ পাও নাই।’
এদিকে দীঘি বলেন, ‘কয়েকদিন আগেও দেখলাম রাফী ভাইয়া নিজেও টিকটক করেছে। তার দুইটা টিকটক ভিডিও একজন নায়িকার টিকটক আইডিতে আছে। নাটক, সিনেমা, বিজ্ঞাপন থেকে শুরু করে দেশে এমন কোনো নায়িকা নেই যে টিকটক করেন না। তার নায়িকাদের মধ্যেও অনেকে টিকটক করে। আমাকে পরামর্শ দেওয়ার আগে বড় আয়োজন করে তাদের পরামর্শ দেওয়া উচিত তার।’
‘সুড়ঙ্গ’ নামে একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন রাফী। এ সিনেমায় আফরান নিশোর বিপরীতে অভিনয় করবেন তমা মির্জা। বিষয়টি সংবাদমাধ্যমে আসার কয়েকদিন পর দীঘি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি জানান, পেশাগত জীবনে রাজনীতির শিকার হয়েছেন। পরে জানা যায়, ‘সুড়ঙ্গ’ সিনেমায় দীঘিকে নেওয়ার আশ্বাস দিয়ে রাফী নায়িকা করেছেন তমা মির্জাকে। এরপরই দীঘিকে নিয়ে এভাবে মন্তব্য করেন রাফী।
এএম/আরএ/
