ক্যানসারে মারা গেছেন চিয়ার্সের ক্যাস্টি অ্যালি
অভিনেত্রী ক্যাস্টি অ্যালি সোমবার (৫ ডিসেম্বর) ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭১ বছর। পরিবার সূত্রে এ খবর নিশ্চিত করা হয়েছে।
তার সন্তান লিখেছেন, ‘আমরা আপনাদের জানাতে গিয়ে দুঃখিত যে, আমাদের অতিপ্রিয় এবং অত্যন্ত আবেগী মা চলে গেছেন।’ তিনি সবচেয়ে বেশি পরিচিত ছিলেন তার কমেডি সিরিজ চিয়ার্সের জন্য। এই সিরিজটি ১৯৮০ ও ১৯৯০ দশকের।
অ্যালি একটি অ্যামি অ্যাওয়ার্ড জয় করেছেন তার একজন পাব ম্যানেজার চরত্রটির জন্য, যেগুলো তিনি জনপ্রিয় চিভি সিরিজগুলোতে করেছেন।
তিনি একটি গোল্ডেন গ্লোব জয় করেছেন ১৯৯১ সালে।
অভিনয় জীবনের সেরা সময় ১৯৮০ ও ১৯৯০ দশকে তিনি অনেকগুলো ছবিতে অভিনয় করেছেন। সেগুলোর মধ্যে আছে ‘স্টার ট্রেক ২: দ্য রথ অব খান (১৯৮২)’, ‘সামার স্কুল (১৯৮৭)’, ‘শুট টু কিল (১৯৮৮)’, ‘লুক হু’জ টকিং (১৯৮৯)’ প্রভৃতি।
তিনি ‘ডেভিড’স মাদার’ নামের টিভি সিরিজের জন্য ১৯৯৪ সালে তার দ্বিতীয় অ্যামি অ্যাওয়ার্ড জয় করেছেন।
তার জন্ম হয়েছে ১৯৫১ সালের ২ জানুয়ারি। তার বাবা ছিলেন একটি কাঠ চেরাই কোম্পানির মালিক। তিনি পড়ালেখার করেছেন ক্যানসাস স্টেট ইউনিভার্সিটিতে। তবে দ্বিতীয় বর্ষে পড়ালেখা থেকে বাদ হয়ে যান।
এরপর লস অ্যাঞ্জেলসে চলে আসেন ও একজন ইন্টেরিয়র ডিজাইনারের কর্মজীবন শুরু করেন। স্টার ট্রেক ২: দ্য রথ অব খান (১৯৮২) দিয়ে তার অভিনয় জীবনের শুরু হয়েছে।
তিনি দুবার বিয়ে করেছেন। বব অ্যালিকে প্রথম বিয়ে করেছেন, তাকে তিনি স্কুলের পড়ার সময় থেকে ভালোবাসতেন। ১৯৯৭০ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত তাদের সংসার টিকেছে।
এরপর বিয়ে করেছেন ফ্রাঙ্ক হার্ডি খ্যাত অভিনেতা রবার্ট স্টিভেনসনকে। তবে তার এই সংসারে গর্ভপাত হয়েছে। এরপর তারা এক সপ্তাহ বয়সের উইলিয়াম ট্রু’কে দত্তক নিয়েছেন ১৯৯২ সালের ৫ অক্টোবর। ১৯৯৫ সালে তারা আরেকটি মেয়েকে দত্তক নিয়েছেন, নাম লিলি। তার এই স্বামীর সংসার ভেঙেছে ১৯৯৭ সালে। এরপর থেকে ছেলে ও মেয়েকে নিয়ে জীবন কাটিয়েছেন তিনি।
ওএফএস/এমএমএ/