‘শিবাজি’ ও ভারতের ‘উদ্ধার দিবসের’ নায়কের চরিত্রে অক্ষয়
সর্দার যশোবন্ত সিং গ্রিল ও তার চরিত্রে অক্ষয় কুমার।
আসল নাম তার রাজিব হরি ওম ভাটিয়া। ভারতীয়, কানাডার নাগরিকত্ব আছে। দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। দুটি ফিল্মফেয়ারও জয় করেছেন। ২০০৯ সালে পেয়েছেন ভারতের সবচেয়ে বড় সম্মান ‘পদ্মশ্রী।’
৩০ বছরের দীর্ঘ ক্যারিয়ার জীবন। ১০০টির বেশি সিনেমার মূল চরিত্র। নাম তার অক্ষয় কুমার। হ্যাঁ, আবার ফিরছেন তিনি নতুনরূপে। অক্ষয় একটি আনন্দ অভিযানের অন্যতম অংশ হচ্ছেন।
২০২৩ সালের মার্চে ‘দ্য এন্টারটেইনারস’ নামে এক অনুষ্ঠানে লাইভ পারফরমেন্সে দেখা যাবে তাকে। একজন প্রবল বিনোদনদানকারী হিসেবে অক্ষয় পরিচিত। তার এই পারফমেন্সের জন্য উন্মুখ হয়ে আছেন দর্শক, ভক্ত ও অন্যরা।
‘দ্য এন্টারটেইনারস ট্যুর’-এ অক্ষয় কুমারের সঙ্গে অনেকগুলো চেনামুখ আসবেন। অনুষ্ঠানে থাকবেন— দিশা পাঠানি, মৌনি রায়, নোরা ফাতেহি, সোনাম ভাজওয়া।
অক্ষয়ের সিনেমার খবর আরও রোমাঞ্চকর। মারাঠিদের ৯৬ গোত্রের সবচেয়ে বড় নেতা ও শাসক এবং আদিলশাহী সুলতানাতকে হারিয়ে রাজ্য শুরু করা ও মারাঠি সম্র্রাজ্যের জন্ম দেওয়া এবং তাদের ঐক্যের কারিগর ‘শিবাজি’ (‘শবাজি মহারাজ’, যার রাজা হিসেবে উপাধি ছিল ‘ছত্রপতি’) রায়ঘাট দুর্গে গ্রহণ করেছিলেন। ১৬৭৪ থেকে ১৬৮০ সাল পর্যন্ত মোটে ছয় বছরের রাজা’র নামভূমিকায় আসছেন ‘অক্ষয় কুমার’। তার চরিত্রটির নাম হলো হিন্দু ও মারাঠিদের মহান বীর ‘ছত্রপতি শিবাজি মহারাজ’। সিনেমাটির নাম হলো ‘বেদাত মারাথে বীর দোদেল সাথ’। এটি পরিচালনা করবেন মহেশ মাঞ্জেকর।
অক্ষয় কুমারের হাতে আরও একটি ছবি নিশ্চিত হয়েছে। ‘যশোবন্ত সিং গ্রিল’ নামের খনি প্রকৌশলীর বাস্তব জীবন নিয়ে বানানো ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন।
১৯৩৯ সালে জন্ম নেওয়া ভারতের এই শিখ খনি প্রকৌশলী খুব কঠিন বাস্তবতা মোকাবিলা করেছেন। জীবনবাজি রেখে একটি কয়লা খনিতে ১৯৮৯ সালের ১৬ নভেম্বর আটকে পড়া ৬৫ জন সাধারণ কয়লা খনি
শ্রমিকের জীবন বাঁচিয়েছেন। ভারতের প্রথম কয়লা শ্রমিক উদ্ধার কাহিনির নায়ক প্রকৌশলী যশোবন্ত সিং গ্রিল অত্যন্ত পূজনীয়। তার জীবনের বিনিময়ে অতি সাধারণ খনি শ্রমিকদের বাঁচানোর দিনটি ১৬ নভেম্বর। তারপর থেকে ভারতে ‘উদ্ধার দিবস’ হিসেবে জাতীয়ভাবে সারাদেশজুড়ে পালিত হয় দিনটি। অক্ষয় কুমারের এই ছবির নাম ‘সর্দার যশোবন্ত সিং গ্রিল’। প্রযোজনা করছে পূজা এন্টারটেইনমেন্ট।
এ ছাড়াও অক্ষয়ের হাতে আছে ‘সেলফি, ওএমজি ২ (ওমাই গড ২)’ এবং তামিল ‘সুরারাই পোর্টেল’র হিন্দি রিমেক—এই তিনটি কাজ।
ওএফএস/আরএ/