আর্জেন্টিনার জয়ে তারকাদের উচ্ছ্বাস
ফুটবল জ্বরে কাঁপছে পুরো পৃথিবী। এ গ্রহের মানুষের মনে এখন ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। প্রিয়দল নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই। সাধারণ মানুষদের বাইরে তারকারাও তাদের প্রিয়দল নিয়ে উল্লাসে মেতে আছেন প্রতিনিয়ত।
কাতার বিশ্বকাপ ২০২২-এ আর্জেন্টিনার ২-০ গোলে মেক্সিকোকে হারিয়েছে। এরপর থেকেই স্যোশাল মিডিয়াতে চলছে আর্জেন্টিনা বন্দনা। স্যোশাল মিডিয়াতে তারকারা প্রিয়দলের জয় উদযাপন করছেন ভিন্ন আঙ্গিকে।
জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি তার ফেসবুকে মেসির একটি একটি ভিডিও শেয়ার করে লেখেন, ‘মেসি একটা ভালোবাসা’।
পরীমনি আরেকটি স্ট্যাটাসে লেখেন, ‘আল্লাহ রে আমার ঘুম আসতেছে না! মেসি গো মেসি! আমার দুই চোক্ষে শুধুই মেসিইইইইইইই।’
চঞ্চল চৌধুরী মেসির ছবি শেয়ার করে ‘আয়নাবাজি’ এবং ‘হাওয়া’ সিনেমার সংলাপের সঙ্গে যোগ করে লেখেন, ‘ধৈর্য মেসি ভয় পাইছিস????? বোঝ নাই ব্যাপারটা??????।’
বিদ্যা সিনহা মিম আর্জেন্টিনা জয়ের পর লেখেন: ‘যদিও আমি ব্রাজিল সাপোর্টার কিন্তু আর্জেন্টিনার খেলাও আমার ভালোলাগে। খেলার মধ্যে একটু আধটু মজা তো হবেই। তবে ব্রাজিল বা আর্জেন্টিনা না থাকলে খেলার আনন্দ জমে না।তাই আর্জেন্টিনার জন্যে শুভকামনা।’
মেহজাবিন চৌধুরী মেসির ছবি শেয়ার করে লেখেন ‘ভামোস’। জিয়াউল ফারুক অপূর্ব মেসির ছবি দিয়ে ফেসবুকে লেখেন: ‘প্রতিটা ফুটবল প্রেমীই চায় আর্জেন্টিনা এবং মেসি যেন আগামী ২ ম্যাচ জিতে পরের রাউন্ডে যেতে পারে। আর্জেন্টিনার জন্য শুভকামনা।’
জনপ্রিয় ব্যান্ডদল চিরকুটের গায়িকা শারমীন সুলতানা সুমি মেসিকে নিয়ে গান গাইতে গাইতে একটি ভিডিও শেয়ার করে লেখেন, গোলের সঙ্গে সঙ্গে চলে এলো বহুল প্রতীক্ষিত ’আর্জেন্টিনাগীতি’ ‘মেসি ভাই লম্বা লাথির গোল দিসে রে’!!!
আনিকা কবির শখ লাভ ইমোজি দিয়ে ফেসবুকে লেখেন. মেসি। চিত্রনায়ক নিরব লেখেন আর্জেন্টিনা হলো ভালোবাসা।
কণ্ঠশিল্পী সন্দিপন লেখেন, মেসি ঘুরে দাঁড়াল, বীরেরা এভাবেই ফিরে ফিরে আসে অতীতের গ্লানিকে ঘুচিয়ে, এই জয়ে কোথায় যেন চোখের কোনে আনন্দের জল চিকচিক করে উঠল।
এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ইপ্সিতা শবনম শ্রাবন্তী লেখেন, কী সুন্দর জয়, আলহামদুলিল্লাহ। আমার আরও আগেই বাংলাদেশে আসা উচিত ছিল। আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মৌসুমী হামিদ, ইমরানসহ আরও অনেক তারকারা।
এএম/এমএমএ/