১২ বছরের বড় প্রেমিকা মালাইকাকে শুভেচ্ছা জানালেন অর্জুন

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার ৪৯তম জন্মদিনে অন্যরকম শুভেচ্ছা জানালেন ৩৭ বছর বয়সের প্রেমিক অর্জুন।
রবিবার (২৩ অক্টোবর) মালাইকাকে শুভেচ্ছা জানিয়ে একসঙ্গে ছবি পোস্ট করেছেন অর্জুন কাপুর।
পোস্ট করা ছবিতে আয়নার সামনে বসে মালাইকা। তাকে পেছন থেকে জড়িয়ে আছেন অর্জুন। দু’জনেরই পরনে রাজবেশ। আয়নার প্রতিবিম্বে তাদের গাঢ় প্রেমের রং।
জন্মদিনে মালাইকাকে শুভেচ্ছা জানিয়ে অর্জুন লিখেছেন, ‘এমনই থেকো, নিজের মতো। খুশি থেকো আমার অর্ধেক হৃদয়, আমার হও।’ সঙ্গে হৃদয় এঁকে জানিয়েছেন, ‘আমি শুধু তোমার।’
সেই পোস্টের কমেন্টে ভালবাসা প্রকাশ করেছেন ভক্তরাও। বলিউড অনেক তারকারাই শুভেচ্ছা জানিয়েছে বলেছেন ‘কী অপূর্ব প্রেম!’।
২০১৯ সাল থেকে সম্পর্কে আছেন মালাইকা আর অর্জুন। আরবাজ খানের সঙ্গে মালাইকার বিবাহবিচ্ছেদ হওয়ার কিছু সময় পর থেকেই জুটিকে একসঙ্গে দেখা যায়। ১২ বছরের বয়সের ব্যবধান সত্ত্বেও জীবন উপভোগ করছেন তারা।
এএম/আরএ/
