তুরঙ্গমী নিয়ে ইন্দোনেশিয়ায় পূজা
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিতব্য ইন্দোনেশিয়া ইন্টারন্যাশনাল কালচার ফেস্টিভ্যাল ২০২২ এ অংশগ্রহণ করবে বাংলাদেশের নাচের দল তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটার। ইন্দোনেশিয়া সরকারের আমন্ত্রণে ও পৃষ্ঠপোষকতায় এই উৎসবে অংশ নেবেন তুরঙ্গমীর আর্টিস্টিক ডিরেক্টর পূজা সেনগুপ্ত।
উৎসবে পূজা বাংলাদেশের আরতি নাচের উপর কর্মাশালা পরিচালনা করবেন, যেখানে আন্তর্জাতিক নৃত্য পেশাদাররা অংশগ্রহণ করবেন। শনিবার (২২ অক্টোবর) শুরু হয়ে এই উৎসব শেষ হবে ৩০ অক্টোবর।
এই উৎসবের অংশ হিসেবে জাভার বাদুং শহরে অনুষ্ঠিতব্য জনপ্রিয় বাদুং আন্তর্জাতিক উৎসবেও অংশ নেবেন পূজা সেনগুপ্ত। এতে তুরঙ্গমীর প্রযোজনা নন্দিনী মঞ্চায়িত হবে।
এ ছাড়া চলতি বছরের জুলাই মাসে দক্ষিণ কোরিয়া সরকারের আমন্ত্রণে প্রথম বাংলাদেশি দল হিসেবে দক্ষিণ কোরিয়ার দেইগু শহরে বিশ্বের অন্যতম বৃহত্তম নাচের প্যারেডে পূজা সেনগুপ্ত’র নেতৃত্বে অংশ নিয়েছে তুরঙ্গমী।
এএম/আরএ/