‘আমাকে চিন্তা করে যে গানগুলো হয় সেগুলোই বেশি করি’
ফোক সম্রাজ্ঞী মমতাজ। গানের মাধ্যমে জয় করেছেন কোটি কোটি দর্শক হৃদয়। গুণী এই গায়িকা বর্তমান সরকারের একজন সংসদ সদস্যও। তার নতুন কাজ ও অন্যান্য প্রসঙ্গে কথা বলেছেন ঢাকাপ্রকাশ-এর সঙ্গে।
ঢাকাপ্রকাশ: আপনার নতুন কাজ সম্পর্কে জানতে চাই।
মমতাজ: নতুন অনেক সিনেমার কাজই করছি। এরমধ্যে ২৮ তারিখে দামাল সিনেমা মুক্তি পাবে। এই সিনেমায় আমি গান গেয়েছি। আমার গাওয়া গানটি প্রকাশের পর থেকে বেশ সাড়া পাচ্ছি। আরও কয়েকটি সিনেমার গান ইতোমধ্যেই শেষ করেছি। আরও কয়েকটি সিনেমায় গানের কথা রয়েছে। সময় পেলে কাজগুলো করব। আরও নতুন অনেকগুলো সিনেমার গান রিলিজ হবে সামনে। আমার বেশিরভাগ গানগুলোই ইমন চৌধুরী করছেন।
ঢাকাপ্রকাশ: আপনি আগে অনেক বেশি গান করতেন। এখনো গান করেন নিয়মিত তবে গানের সংখ্যাটা অনেক কম। এ বিষয়ে আপনার মন্তব্য কী?
মমতাজ: সংখ্যার দিক দিয়ে আগের তুলনায় অনেক কম গান হলেও মানের দিক দিয়ে কিন্তু অনেক বেশি ভালো ভালো গান আমার কাছে আসে। এটা ভেবেই আমার ভালো লাগে। আসলে গানের সংখ্যা জরুরি নয়। আমার কাছে মানটাই আসল।
ঢাকাপ্রকাশ: আগের তুলনায় আপনার গানের ধরনও পরিবর্তন হয়ে গেছে। এখন বিশেষ বিশেষ গানেই আপনার কণ্ঠ পাওয়া যায়। কেমন লাগে?
মমতাজ: অবশ্যই ভালো লাগে। কারণ, আগে তো অনেক সময় ছিল। বেশি সময় নিয়ে গান করা যেত। এরমধ্যে ভালো কিংবা একটু মোটামুটি ভালো সব ধরনের গানই থাকত। এখন তো আসলে অত বেশি সময় পাই না। তাই এখন সবাই যে গানে আমার কণ্ঠটাই প্রয়োজন বা ভালো কিছু হবে সেখানেই আমাকে ডাকে। এ জন্য আমিও অনেক খুশি। আমাকে চিন্তা করেই যে গানগুলো তৈরি হয় ওই গানগুলোই এখন বেশি করা হয়।
ঢাকাপ্রকাশ: আপনি একজন সংসদ সদস্য আবার নিয়মিত স্টেজ শো’তেও অংশ নেন। সিনেমা বা অডিও’র গানেও আপনার কণ্ঠ নিয়মিত পাওয়া যায়। এত কিছু একত্রে কীভাবে সামলান?
মমতাজ: আসলে সুন্দর পরিকল্পনা থাকলে সবকিছু ঠিকভাবে করা সম্ভব। আমি সবকিছু সুন্দর ও ইতিবাঁচক পরিকল্পনার মাধ্যমেই কাজগুলো করে থাকি। তাই আমার কোনো সমস্যা হয় না। গান দর্শক শ্রোতাদের আনন্দ দিতে পারি আবার একজন সংসদ সদস্য হিসেবে মানুষের সেবার করার সুযোগ পাই। এটা আমার কাছে খুব আনন্দের বিষয়।
ঢাকাপ্রকাশ: বিজ্ঞাপনচিত্রেও আপনাকে মডেল হিসেবে দেখা যায়। নতুন কোনো বিজ্ঞাপনে কাজ করেছেন কি?
মমতাজ: এরমধ্যে নগদ-এর একটি বিজ্ঞাপনে মডেল হয়েছি। কাজটি সুন্দর হয়েছে। আশাকরি দর্শকদের ভালো লাগবে। বিজ্ঞাপনের অফার আমার কাছে অনেক আসে। কিন্তু ব্যস্ততার কারণে সব কাজ করা সম্ভব হয় না।
এএম/এমএমএ/