প্রকাশ্যে এলো প্রথম পোস্টার, ৪ ফেব্রুয়ারি আসছে ‘তালাশ’
ছবি: ফেসবুক
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম ইয়াসমিন বুবলী ও তারুণ্যের ক্রেজ মডেল ও অভিনেতা আদর আজাদ। একসঙ্গে জুটি বেঁধে তারা অভিনয় করলেন ‘তালাশ’ সিনেমায়। আজ বুধবার (৫ জানুয়ারি) প্রকাশিত হলো প্রথম পোস্টার। সিনেমাটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৈকত নাসির। গুণী নির্মাতা নাসির জানান, ৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘তালাশ’।
সৈকত নাসির ঢাকাপ্রকাশকে জানান, শিগগির সেন্সর ছাড়পত্রের জন্য সিনেমা জমা দেওয়া হবে। আমরা আশা করি, আনকাট সেন্সর পাব। এ ছাড়াও আগামী সপ্তাহ থেকে সিনেমার ট্রেলার ও গানগুলো প্রকাশ পাবে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে।
খ্যাতিমান নির্মাতা সৈকত নাসির বলেন, অনেক ভেবে-চিন্তে, পরীক্ষা-নিরীক্ষা করে ‘তালাশ’ নির্মাণ করেছি। নিজের সবটুকু নিয়ে চেষ্টা করেছি। গানের ক্ষেত্রেও আমরা নতুনত্ব এনেছি। সিনেমায় গান লিখেছেন কথাসাহিত্যিক সাদাত হোসাইন। গানের কথা, দৃশ্যায়ণ, সিনেমার কাহিনি সব মিলিয়েই দর্শকেরা সত্যিই ম্যাজিক পাবেন। উপভোগ্য সিনেমা দেখতে পাবেন। আশা করি, দর্শকেরা মুগ্ধ হবেন।
বুবলী ও আদরের অভিনয় প্রসঙ্গে জানতে চাইলে সৈকত নাসির বলেন, বুবলীর একটি বিষয় আমার ভীষণ ভালো লেগেছে। সেটি হলো তার সময়মতো সেটে আসা। বুবলীর কাছে এই সহযোগিতাটা বেশি পেয়েছি। একজন শিল্পী যখন ঠিকঠাক শিডিউল দেন, কাজে আসেন, সেক্ষেত্রে পরিচালকের জন্য কাজটি সহজ হয়ে যায়। আর তার অভিনয় দর্শকই বিচার করবেন। তবে দর্শকের ভালো লাগবে এটা বলতে পারি। অন্যদিকে আদরের চরিত্রটি দর্শকের এক ধরনের কল্পনার জগতে নিয়ে যাবে। আদর এতটা ভালো কাজ করেছেন, তা বলে বোঝানো সম্ভব নয়। আমি তার কাছে যা চেয়েছি, সেটি ভালোমতোই করেছেন। ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘তালাশ’ভিন্ন আমেজ আনবে। দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখলে বুঝতে পারবেন৷ আশা করি, দর্শক দারুণ একটা সিনেমার অভিজ্ঞতা পাবেন।
সিনেমাটি নিয়ে বুবলী বলেন, ‘সৈকত নাসির ভাই দক্ষ একজন পরিচালক। প্রয়োজনে তিনি স্ক্রিপ্ট পরিবর্তন করেছেন, আবার শিল্পীদের বেশ সহজভাবে দৃশ্যগুলো বুঝিয়ে দিয়েছেন। সব মিলিয়ে তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা চমৎকার। আশা করি দর্শক সিনেমাটি ভালোভাবে গ্রহণ করবে।’
‘তালাশ’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় চিত্রনায়ক হিসেবে অভিষেক হবেন আদর আজাদ। এই সিনেমায় তিনি সুমন চরিত্রে অভিনয় করেছেন। এ প্রসঙ্গে আদর আজাদ বলেন, রোমান্টিক থ্রিলার ঘরানার গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। কাজটির জন্য অনেক পরিশ্রম করেছি। চেষ্টা করেছি নিজের সেরাটি দিতে। আশা করি, আমাদের প্রচেষ্টা সাফল্য পাবে।
ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনি পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। সেপ্টেম্বর সিনেমাটির শুটিং শুরু হয়। ঢাকা, কক্সবাজার, বিএফডিসি টানা শুটিংয়ের মাধ্যমে কাজ শেষ হয়। এ সিনেমাটিতে পাঁচটি গান রয়েছে। এতে আরো অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ।