চলে গেলেন মার্কিন কান্ট্রি মিউজিকের কুইন লোরেটা লিন
টানা সাত দশক মার্কিন যুক্তরাষ্ট্রে কান্ট্রি মিউজিকের ‘কুইন’ হিসেবে রাজত্ব করা লোরেটা লিন মারা গিয়েছেন।
গতকাল এই গীতিকার ও গায়িকা শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন তার টেনেসির বাড়িতে।
তিনি জন্মেছিলেন ১৯৩২ সালের ১৪ এপ্রিল বিশ্ব ভালোবাসা দিবসে কেনটাকির বুচার হলো নামের একটি কয়লা খনি এলাকায়।
কয়লা খনির মেয়ে নামে সারা দেশে খ্যাত। কোল মাইনার’ ডটার নামে তার একটি সুপারহিট গান আছে। এছাড়াও তার জীবনের ওপর ভিত্তি করে যে ছবিটি বানানো হয়েছে তার নামও কোল মাইনার’স ডটার। এছাড়াও গেয়েছেন সুপারহিট গান ইউ অ্যাই’ন্ট উওম্যান অ্যানাফ, ডোন্ট কাম হোম ড্রিংকইন, ওয়ান’স অন দি ওয়ে এবং ফিস্ট সিটি। তিনি গানগুলো কয়েকটি গোল্ড অ্যালবামে ছড়িয়ে দিয়েছেন।
অনেকগুলো পুরস্কারে ভূষিত হয়েছেন লিন তার মার্কিনীদের দেশের গানে অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে। কান্টি মিউজিক অ্যাসোসিয়েশন এবং অ্যাকাডেমি অব কান্ট্রি মিউজিকের পুরস্কার আছে তার। ১৮ বার গ্র্যামির জন্য মনোনীত হয়েছেন ও তিনবার জয় করেছেন। তিনি ২৪ বার একক গানের তালিকার শীর্ষে ছিলেন এবং ১১টি অ্যালবাম তার প্রথম হয়েছে।
৫৭ বছর ধরে ঘুরে, ঘুরে গান করা থামিয়েছেন তিনি ২০১৭ সালে এবং পরের বছর আরো অসুস্থ হয়ে গেলেন কোমর ভেঙে যাওয়ায়।
লিনের গানের ওপর কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। ছোটবেলায় গাইতেন গীর্জায় ও বাড়িতে। তবে তখন তাকে তার বাবা এই জন্য গাইতে দিতেন না যে পুরো এলাকার সবাই শুনে ফেলবে ও তার নিন্দে হবে। এরপর বিয়ে করে আবার গাইতে চলে গেলেন তিনি। শুরু করেছিলেন তিনি তার সন্তানদের গান গেয়ে ঘুম পাড়ানোর মাধ্যমে। তখন থেকে নিজে, নিজে গান লেখাও শুরু করেছেন। তিনি মোটে ১৫ বছর বয়সে ভালোবাসে বিয়ে করেছেন। তিনি আত্মজীবনীতে বলেছেন, স্বামীর চেয়ে তিনি কয়েক বছরের বড়ও ছিলেন।
একটি গরীব পরিবারের মেয়ে হিসেবে বড় হয়েছেন। ১৭ বছর বয়সেই তার সন্তানের জন্ম শুরু। তার জীবনের সব গল্পই আছে গানগুলোতে। তার গানগুলোতে আছে নারীর বেদনা, দুর্ভোগ ও নির্যাতন। ‘কেননা আমি সেখানে ছিলাম’, বলেছেন তিনি তার প্রথম আত্মজীবনীতে। নাম কোল মাইনার’স ডটার। তিনি আরো বলেছেন, ‘আমি জানি গর্ভবতী হতে কেমন লাগে, গরীব থাকতে কেমন লাগে এবং হতাশার জীবন কেমন।’
তিনি প্রথম বিলবোর্ডে সবার আগে আসেন ১৯৬৬ সালে। তখনই তিনি দেশের ইতিহাসে প্রথম নারী কান্ট্রি মিউজিশান হিসেবে শীর্ষে ওঠেন।
তার গানগুলো আরো ঘিরে রেখেছে পরিবারের ইতিহাস, গায়ে কাটা লাগানোর গল্প, খারাপ স্বামীর কাহিনী।
তিনি ছিলেন মা বাবার আট ছেলে, মেয়ের একজন। তারা গরিব ছিলেন, সামান্যই অর্থ ছিল তাদের। তবে একেবারে ছোটবেলার জীবনের সেই গল্প তিনি গেয়ে রেখেছেন, তার ১৯৭১ সালের কোল মাইনস ডটার গানে। সেখানে তিনি বলেছেন, ‘আমরা ছিলাম গরিব কিন্তু আমাদের ছিল ভালোবাসা।’
ওএফএস।