পদ্মাকথন
ঢাকায় বসে এখন বলব, দাঁড়ান আসতেছি: মীর সাব্বির
প্রমত্তা পদ্মার বুকে স্বপ্নের সেতু তৈরি হয়েছে। এই সেতুর মাধ্যমে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলসহ বাংলাদেশের বিশাল এক জনগোষ্ঠীর স্বপ্ন পূরন হয়েছে। পদ্মা সেতু যেমন বাংলাদেশের প্রতিটি মানুষের স্বপ্ন পূরণ করেছে, তেমনি বিশ্বের বুকে অনন্য এক বাংলাদেশকে নতুনভাবে পরিচয় করিয়ে দিয়েছে। তাই এই সেতু নিয়ে বাংলাদেশের প্রতিটি সাধারণ মানুষের পাশাপাশি তারকাদেরও আগ্রহ তুঙ্গে। ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিভাবে এই সেতুর উদ্বোধন করবেন। তাই কাঁদা মাটি ও জল ছুঁয়ে দক্ষিণ ও দক্ষিন পশ্চিমাঞ্চলের মানুষদের এই সেতু নিয়ে আবেগ অনুভূতি একটু বেশিই। সেই আবেগের কথা ঢাকাপ্রকাশ-কে জানিয়েছেন বরগুনায় জন্ম নেওয়া দেশের জনপ্রিয় অভিনেতা ও পরিচালক মীর সাব্বির।
তিনি বলেন, 'আমার কাছে কয়েকদিন ধরেই ঈদ ঈদ লাগছে। ছোটবেলায় ঈদের আনন্দ যেমন ছিল, ঠিক তেমনি এক অনুভূতি কাজ করছে। আমার গ্রামের বাড়ি বরগুনায়। আমাদের ঢাকা আসা-যাওয়া জন্য অনেক সময় লাগে। মাওয়ায় ঘন্টার পর ঘন্টা ফেরির জন্য অপেক্ষা করতে হয় আমাদের। এর মধ্যে যদি কোন উৎসব হয় তবে তো কোন কথাই নেই। কয়েক রাত কেটে যায় জ্যামের কারণে। স্বপ্নের এই সেতুটির উদ্বোধন হওয়ার পর আমার দুর্ভোগ লাগব হবে।
অনেকেই মজা করে প্রায়ই আমাদের বলে থাকে, 'আইতে সাল যাইতে সাল, তার নাম বরিশাল'। এখন সেই মজা আর আমাদের সঙ্গে কেউ করতে পারবে না। এখন বরগুনা যেতে সময় লাগবে ৫-৬ ঘণ্টা। মজা করে ঢাকায় বসে এখন আমরা বলব, দাঁড়ান আসতেছি। মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। আমাদের জন্য তার এই উপহার ভীষণ আশীর্বাদ। আমাদের অঞ্চল থেকে শুরু করে পদ্মার ওপারের যারা থাকে তাদের যে কতবড় উপকার হলো তা বলে বোঝানো যাবে না'।
এএম/এএজেড