পদ্মা সেতু নিয়ে চ্যানেল আইয়ে দুদিনব্যাপী অনুষ্ঠান
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দুইদিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে চ্যানেল আই। এ উপলক্ষে ২৪ জুন (শুক্রবার) সকাল ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় বিশেষ নাটক ‘মানুষ মন্দির’। বিকাল ৫টা ১০ মিনিটে তৌকীর আহমেদের পরিচালনায় ‘ফাগুন হাওয়ায়’ প্রচারিত হবে।
একই দিন রাত সাড়ে ১১টায় এবং পরের দিন ২৫ জুন, শনিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে শাইখ সিরাজের গ্রন্থনা ও উপস্থাপনায় পদ্মা সেতুর নির্মাণ নিয়ে বিশেষ প্রামাণ্যচিত্র ‘পদ্মার বুকে বাংলার জয়’।
এ ছাড়া ২৫ জুন, সকাল ৭টা ৩০ মিনিটে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে চ্যানেল আই-এর নিয়মিত আয়োজন গান দিয়ে শুরু-এর বিশেষ পর্ব প্রচার হবে। এদিন পদ্মা সেতু উদ্বোধনের ঠিক পর পরই দেখানো হবে জিল্লুর রহমান-এর উপস্থাপনা ও পরিচালনায় পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে তৃতীয় মাত্রা-এর বিশেষ পর্ব। ১২টা ৩০ মিনিটে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে তারকাকথন-এর বিশেষ পর্বও প্রচার হবে। দুপুর ৩টা ০৫ মিনিটে পদ্মাপাড়ের জনজীবন নিয়ে প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস অবলম্বনে গৌতম ঘোষ নির্মিত এবং হাবিবুর রহমান খান প্রযোজিত ইমপ্রেস টেলিফিল্মের আর্কাইভ থেকে ছবি ‘পদ্মা নদীর মাঝি’ দেখানো হবে। রাত সাড়ে ৮টায় দেখানো হবে মেট্রোসেম টু দ্য পয়েন্ট-এর বিশেষ পর্ব। রাত ৯টা ৩০ মিনিটে শাইখ সিরাজ-এর পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় হৃদয়ে মাটি ও মানুষ-এর বিশেষ আয়োজনে পদ্মা সেতু নিয়ে বিস্তারিত প্রতিবেদন। রাত ১০টায় মুকিত মজুমদার বাবু-এর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় পরিবেশবান্ধব স্বপ্নের পদ্মাসেতু নিয়ে বিশেষ অনুষ্ঠান।
এ ছাড়া, পদ্মা সেতু উদ্বোধনী দিনে চ্যানেল আই-এর পর্দা জুড়ে দিনব্যাপী থাকছে দেশের গান, পদ্মার গান এবং পদ্মা সেতুর উপর নির্মিত গান নিয়ে বিভিন্ন অনুষ্ঠান।
এএম/এমএমএ/