তিন বছর পর একই নাটকের সিক্যুয়ালে অহনা
ছোটপর্দার পরিচিতি মুখ অহনা রহমান। তার গ্রামের বাড়ি পটুয়াখালির পাঙ্গাসিয়াতে। তাই বরিশালের আঞ্চলিক ভাষার নাটকে অভিনয় করে বেশি প্রশংসিত হয়েছেন তিনি। ‘নোয়াশাল’ ধারাবাহিক নাটকে বরিশালের আঞ্চলিক ভাষায় অভিনয় করে তুমুল আলোচনয়া আসেন।
এরপর ‘বরিশাল টু ঢাকা’ নাটকে অভিনয় করেও বেশ প্রশংসিত হন। এটি নির্মাণ করেছিলেন জিয়াউর রহমান জিয়া। ২০১৯ সালের জুন মাসে নাটকটি ইউটিউবে প্রকাশিত হয় বৈশাখী টিভিতে প্রচারের পর। এবার তিন বছর পর নির্মিত হচ্ছে ‘বরিশাল টু ঢাকা’ নাটকের সিক্যুয়াল। আর এই নাটকে আবারও অভিনয় করছেন অহনা। নাটকটির দৃশ্য ধারন চলছে সদরঘাট। এবারও নাটকটি রচনা ও পরিচালনা করছেন জিয়াউর রহমান জিয়া।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অহনা রহমান বলেন, ‘এর গল্প মূলত কমেডি ঘরানার। যে কারণে এর তিন বছর আগে যখন বরিশাল টু ঢাকা নাটকে অভিনয় করেছিলাম, তখনই বেশ সাড়া পেয়েছিলাম। বিগত বেশ কিছুদিন যাবতই এই নাটকের সিক্যুয়াল নিয়ে কথাবার্তা হচ্ছিলো। অবশেষে এই নাটকের সিক্যুয়ালে অভিনয় করছি। সত্যি বলতে কী নিজের আঞ্চলিক ভাষা অনেকদিন চর্চায় না থাকলে একটু কষ্ট’তো হয়ই। তারপরও যেহেতু আমি বরিশালের তেহমন একটা কষ্ট হয়না। ভীষণ ভালোলাগা নিয়ে এবারের সিক্যুয়ালে অভিনয় করেছি। এতে আরো যারা অভিনয় করেছেন প্রত্যেকেই যার যার চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন।’
অহনা জানান, আগামী ঈদে বৈশাখী টিভিতে নাটকটি প্রচার হবে। অহনা অভিনীত প্রথম সিনেমা ছিলো রকিবুল আলমের ‘চাকরের প্রেম’। সর্বশেষ তিনি পি এ কাজলের ‘চোখের দেখা’তে অভিনয় করেন।
এএম/এএস