গ্রামীণ আমেরিকার ‘জাতীয় দূত’ হলেন জেনিফার লোপেজ
সুপারস্টার মার্কিন অভিনেত্রী, গায়িকা, নৃত্যশিল্পী জেনিফার লোপেজকে মার্কিন যুক্তরাষ্ট্রে ২০৩০ সালের মধ্যে ৬ লাখ লাতিন নারী উদ্যোক্তার মধ্যে ১৪ বিলিয়ন মার্কিন ডলার ব্যবসায়িক পুঁজি দেবার লক্ষ্যে পৌঁছানো ও তাদের ৬০ লাখ ঘন্টা শিক্ষা এবং প্রশিক্ষণ প্রদানে সাহায্য করতে প্রাথমিকভাবে চুক্তিবদ্ধ করেছে গ্রামীণ আমেরিকা। ফলে জে.লো নামে খ্যাত এই সুপারস্টারের একটি নতুন লক্ষ্য তৈরি হয়েছে-লাতিন উদ্যোক্তাদের আগামী প্রজন্মকে ক্ষমতায়ন করা।
এই সুপারস্টার গায়িকা, সিনেমা, টিভি, সৌন্দর্য, ফ্যাশন ও দর্শনের মাধ্যমে নিজের একটি সাম্রাজ্য তৈরি করেছেন।
তাকে গ্রামীণ আমেরিকার সঙ্গে জাতীয় দূত হিসেবে কয়েকটি ভূমিকাতে কাজ করতে দেখা যাবে। এগুলোর মধ্যে আছে-প্রতিষ্ঠানটিকে যুক্তরাষ্ট্রের ৫০টি শহরে পৌঁছাতে সাহায্য করা।
লোপেজকেও ভবিষ্যতে তার দাতব্য কাজের প্রকল্পে এই চুক্তি সাহায্য করবে। জেনিফার লোপেজের সমাজসেবা প্রকল্পের নাম, ‘লিমিটলেস ল্যাবস’। প্রতিষ্ঠা করেছেন ২০২১ সালের সেপ্টেম্বরে। তাতে তারা লাতিনদের ছোট ব্যবসায়গুলোকে সাহায্য করেন। তাছাড়াও তারা তরুণ প্রজন্মের ক্ষমতায়ন করেন, নাগরিকদের ভালো কাজে যুক্ত করেন এবং তার জন্মশহর নিউ ইয়র্কের পাঁচটি প্রশাসনিক শহরের অন্যতম ব্রুনক্সের নারীদের সাহায্য করার মানসিকতা থেকে ক্ষমতায়ন করে বাধাহীনভাবে বেঁচে থাকতে শেখান।
গ্রামীণ আমেরিকা তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘ লাতিন ব্যবসায়ী নারীদের প্রেরণা, উন্নয়ন ও অনুপ্রেরণা প্রদান করবেন লোপেজ। তাদের আর্থিকভাবে সাবলম্বী হবার পথটিকে বুঝতে সাহায্য করবেন। গ্রামীণ আমেরিকা ক্ষুদ্রঋণ প্রকল্পে যুক্ত হয়ে তাদের শিক্ষা প্রদানেও কাজ করবেন।’
তিনি এখন থেকে যারা এই প্রকল্পে ব্যবসা করছেন, তাদের মেন্টর হিসেবে কাজ করবেন। তাদের লেনদেন ও সম্পদ গড়ে তোলা এবং ‘আর্থিক স্বাভাবিক উন্নয়ন মানসিকতা’ তৈরিতে কাজ করবেন।
নোবেল পুরস্কার জয় করা ড. মুহম্মদ ইউনূস ২০০৮ সালে ‘গ্রামীণ আমেরিকা’ নামের তার এই শাখা সংগঠনটি একটি অলাভজনক ক্ষুদ্রঋণ কার্যক্রম প্রতিষ্ঠান হিসেবে তৈরি করেছেন।
তার উদ্দেশ্য, যারা দারিদ্রতার মধ্যে বসবাস করেন, সেই নারীদের ছোট ব্যবসায়ের মাধ্যমে বের করে নিয়ে আসা।
সংগঠনটি ক্ষুদ্রঋণ, প্রশিক্ষণ ও সমাজগুলোকে পরিবর্তনে সাহায্য করে এবং যুক্তরাষ্ট্রে দারিদ্রতার বিপক্ষে সংগ্রাম করে।
আজ পর্যন্ত দেড় লাখের বেশি নারীকে ২৩টি শহরে মোট ২.৬ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে। ১ লাখ ৫৭ হাজারটি চাকুরি তৈরি ও ধরে রাখতে সহযোগিতা করেছে গ্রামীণ আমেরিকা।
একটি বিবৃতিতে লোপেজ বলেছেন, ‘এই উদ্যোগ আমেরিকার কাঠামো বদলে দেবে।’
তিনি আরো বলেছেন, ‘এই দেশে একজন লাতিনো হওয়া আমার কাছে সবসময় একটি গর্বের বিষয়। গ্রামীণ আমেরিকার অংশীদার হওয়ায় আমি সম্মানিত ও গভীরভাবে গর্বিত বোধ করছি। আমরা কর্মসংস্থানের পথ তৈরি করছি এবং নেতৃত্বের সুযোগগুলো সৃষ্টি করছি। এই সমাজের অনেক বেশি শক্তি আছে ও আমরা সেগুলোকে সুসজ্জিত করছি। এই অংশীদারিত্ব ব্যবসায় লাতিন নারীদের সমতা, অন্তর্ভুক্তি ও সুযোগগুলো তৈরি করে দেবে।’
ওএস।