দিলীপ কুমারকে ভারতরত্নে সম্মানিত করা উচিত ছিল : সায়রা বানু
কিংবদন্তী অভিনেত্রী সায়রা বানু বলেছেন, তার মৃত স্বামী অভিনেতা দিলীপ কুমার ‘ভারতরত্ন’ পদকে সম্মানিত হওয়া উচিত ছিল, যেহেতু তিনি দেশটির ‘কোহিনূর’।
সায়রা উপস্থিত হয়েছিলেন ‘ভারতরত্ন ড. আম্বেদকর পদক’ প্রদান অনুষ্ঠানে। যেখানে ড. আম্বেদকরের দল ‘দি রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া’র প্রেসিডেন্ট এবং সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী রামদাস আতাওলে পদকটি দিলীপ কুমারকে প্রদান করেছেন।
‘ভারতরত্ন ড. আম্বেদকর পদক’ জয় করা দিলীপ কুমার গেল বছর ৯৮ বছরে মারা গিয়েছেন।
এই অনুষ্ঠানে আতাওলে বলেছেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতের সবচেয়ে বড় বেসামরিক পদকটি দেশের হিন্দি সিনেমার কিংবদন্তী দিলীপ কুমারকে প্রদান বিবেচনা করার জন্য অনুরোধ করবেন।
দিলীপ এই পদকটি জয় না করার লজ্জা নিয়ে প্রশ্ন করলে সাংবাদিকদের সায়রা বানু বলেছেন, ‘এটি ঘটা উচিত ছিল। আল্লাহর ইচ্ছায় ঘটেনি। কেননা দিলীপ আমাদের দেশের কোহিনূর ছিলেন। ফলে কোহিনূরের অবশ্যই একটি ভারতরত্ন গ্রহণ করা উচিত ছিল।’
সায়রা বানু ও দিলীপ কুমার ১৯৬৬ সালে বিয়ে করেছেন। তারা কয়েকটি ছবিতে একত্রে এরপর অভিনয় করেছেন। সেগুলোর উল্লেখযোগ্য, ‘সাগনা’ ও ‘গোপী’।
এই অনুষ্ঠানে তাকে ফেলে চলে যাওয়া স্বামীর হয়ে পদক গ্রহণকালে কান্নায় ভেঙে পড়েছেন সায়রা। কাঁদতে কাঁদতে বলেছেন, ‘এই কারণে আমি কোনো অনুষ্ঠানে যাই না। কারণ আমার আমার ভীষণ খারাপ লাগে কিন্তু কী করার আছে?’
তিনি বলেছেন, দিলীপ কুমারকে একজন সত্যিকারের সমথক হিসেবে তিনি সবসময় অনুভব করেন। আরো জানিয়েছেন, ‘আমি অনুভব করি তিনি এখানেও আছেন। সবকিছু দেখছেন। আমার সঙ্গে রয়েছেন। তিনি আমার স্মৃতিতে নেই। প্রতিটি পদক্ষেপে রয়েছেন। আমি আমার জীবনের বাকি দিনগুলো তিনি আমার সঙ্গে আছেন-এই বিশ্বাস নিয়ে কাটিয়ে দিতে পারব।’
তিনি বলেছেন, ‘আমি তিনি নেই এমনকি চিন্তাও করতে পারি না। ফলে আমার জন্য এই বিশ্বাসই ভালো যে, আমার সঙ্গে রয়েছেন এবং সবসময় আমাকে সমর্থন করে যাবেন। আমার কোহিনূর তিনি।’
ওএস।