দুই বাংলায় সিনেমায় মিথিলা’র অভিষেক
মডেল অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। এবার সিনেমা নিয়ে বাংলাদেশ এবং কলকাতার দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন এই তারকা মডেল অভিনেত্রী। অর্থ্যাৎ দুই বাংলাতেই দু’টি সিনেমা মুক্তির মধ্যদিয়ে সিনেমার রূপালী পর্দায় মিথিলা’র অভিষেক হতে যাচ্ছে তার।
যদিও এই মুহুর্তে মিথিলা বাংলাদেশেও নেই, কলকাতাতেও নেই। তাই সিনেমা মুক্তির এই সময়ে নিজের প্রথম পর্দা উপস্থিতিতে কোথাও না থাকতে পারার কারণে মনটা একটু খারাপই তার। তবে, তিনি তার ভক্ত দর্শকের প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়েছেন সিনেমা দুটি হলে হলে গিয়ে উপভোগ করার জন্য।
বাংলাদেশে ১৭ জুন মুক্তি পাচ্ছে অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ এবং কলকাতায় মুক্তি পাচ্ছে সৌভিক কুণ্ডু পরিচালিত ‘আয় খুকু আয়’ সিনেমাটি।
দু’টি সিনেমা প্রসঙ্গে দেশের বাইরে থেকে মুঠোফোনে মিথিলা বলেন, ‘আয় খুকু আয়’ সিনেমাতে মূলত আমি অতিথি চরিত্রে অভিনয় করেছি। খুব ছোট্ট একটি চরিত্র আমার। ছোট চরিত্র কিংবা বড় চরিত্র করি যেহেতু এই সিনেমাতে আমি অভিনয় করেছি, তাই আমি এই সিনেমার অংশ। এটা আমার সিনেমা। আমাকে এক ঝলক দেখা গেলে তা যদি দর্শকের ভালোলাগে তবে সেটাই আমার প্রাপ্তি। আর চিরসবুজ-বরেণ্য অভিনেতা সবার প্রিয় প্রসেনজিৎ চ্যাটার্জি অর্থাৎ বুম্বা দা’র সঙ্গে অভিনয় করতে গিয়ে ভয় বা নার্ভাস কোনোটাই কাজ করেনি, কারণ আমি তাকে আগে থেকেই চিনি-জানি। তবে যতোটুকু সময় অভিনয় করেছি আমি ভীষণ উপভোগ করেছি। সবচেয়ে বড় কথা তারমতো একজন অভিনেতার সঙ্গে স্ক্রিণ শেয়ার করতে পারটাওতো আসলে ভাগ্যের ব্যাপার। আর অমানুষ-এ একটি আর্বান চরিত্রে আমি অভিনয় করেছি। মেয়েটা বিদেশে থাকে, দেশে বেড়াতে এসে বিপদে পড়ে। এটি একটি কমার্শিয়াল সিনেমা। নিরব তার লুকে ভিন্নতা এনেছে এবং খুব ভালো অভিনয় করেছি। আমার বিশ্বাস সিনেমাটি দর্শকের ভীষণ ভালোলাগবে। দর্শক বাংলা সিনেমার পাশে থাকুক, বাংলা সিনেমা দেখুক, এটাই আমার চাওয়া। আমি তানজানিয়াতে আছি, কিন্তু মনেপ্রাণে আমি সিনেমা দু’টোর পাশে আছি।’
মিথিলা জানান, তাকে কলকাতাতেই বেশি থাকতে হয়। ঢাকাতে লম্বা সময় তার থাকা হয় না। যে কারণে বাংলাদেশের নাটকে অভিনয়ের জন্য সময় দেয়া তার জন্য কঠিনই হয়ে পড়ে। সিনেমা হলে লম্বা সময় বের করে ঢাকায় এসে সিনেমার কাজ করার আগ্রহ রয়েছে তার।
এএম/এমএমএ/