‘সিও স্যার’ জাহিদ হাসান!
একটি বেসরকারি কোম্পানি ১যুগ ধরেই লোকসান দিয়ে দেউলিয়া হবার উপক্রম। অফিসের ম্যানেজার থেকে শুরু করে সিকিউরিটি গার্ড পর্যন্ত সাই কাজে ফাঁকি দিচ্ছে। কোম্পানির এমডি অসুস্থ্য। এদিকে কোম্পানির এমডির ছেলেও দেশের বাইবে।
এক সময় কিষাণ নামের একজন হেড অফিসে আসে একটি সেবা নিতে। এতেই বাঁধে বিপত্তি। কিষাণ কখনো রিসিভশনে, কখনো ডেক্সে, কখনো ম্যানেজারের রুমে ঢুকে পড়ছে। কেউ বাঁধা দিলেই তার গোপন অপকর্ম চিৎকার করে ফাঁস করে দিচ্ছে তিনি।
রাত্রি নামের একজন মেয়ে অফিসের কম্পিউটার অপারেটার হিসেবে জব করে। অফিস থেকে শুরু করে কিষাণ রাত্রিকে ফলো করে--জ্বালাতন করে! অফিসে, রাস্তায়, বাজারে সব জায়গায় রাত্রির ঝামেলা হচ্ছে। এক ঝামেলায় কিষাণ ও রাত্রির দ্বন্দ্ব! এমডি পর্যন্ত পৌঁছে যায়! আর অফিসেও কিষাণের অত্যাচারে সবাই বিরক্ত! একদিন যখন অফিসের সবাই কিষাণকে পুলিশে দিতে বুদ্ধি বের করছে; ওই দিন সবাই জানে--কিষাণ অফিসের সিও! বিপদে পড়ে যায় সবাই! রাত্রির কী জব চলে যায়?
এভাবে এগিয়ে যায় জাহিদ হাসান অভিনীত নতুন নাটকের কাহিনী। নাটকটির নাম ‘সিও স্যার’।
মিজানুর রহমান বেলাল’র রচনায় ও নাটকটি পরিচালনা করেছেন আদিত্য জনি। এতে জাহিদ হাসান ছাড়াও আরও অভিনয় করেছেন মাঈমুনা ফেরদৌস মম, আজম খান, শাহিন মৃধা, হানিফ খান, তাসমিতা সুমি, কাকা মাকসুদ, প্রীতি, সৈয়দা নাসরিন, উমা প্রমুখ।
আসছে কোরবানির ঈদে নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।
এএম/এমএমএ/