গ্রেপ্তারের দাবিতে হিরো আলমের বিরুদ্ধে মানববন্ধন
কখনো গায়ক আবার কখনো অভিনেতা হিসেবে সোশ্যাল মিডিয়ায় সমালোচিত আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলম। ক’দিন আগে রবীন্দ্রসংগীত ‘আমারও পরানো যাহা চায়’ গেয়েছেন তিনি। শুধু তাই নয়, ওপার বাংলার কিংবদন্তি শিল্পী মৌসুমী ভৌমিকের ‘আমি শুনেছি সেদিন তুমি’ ছাড়াও বলিউড গায়ক কেকে’র মৃত্যুর পর তার জনপ্রিয় গান ‘জিন্দেগি দো পাল কি’ গেয়ে তুমুল বিতর্ক ও সমালোচিত হয়েছেন হিরো আলম।
স্যোশাল মিডিয়ায় অনেকেই তার যত্রতত্র বেসুরো গানের কারণে বিরক্ত প্রকাশ করেছেন। অনেকেই বলছেন দেশের সংস্কৃতিকে অসম্মান করছেন আলম।
তাই এবার হিরো আলমকে ঠেকাতে মানববন্ধন করেছে বাংলাদেশ অপসংস্কৃতি প্রতিরোধ সংস্থা (বিওপিএস) নামক একটি সংগঠন।
মঙ্গলবার (১৪ জুন) বিকাল ৪টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করে তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন এই সংগঠনের সভাপতি চলচ্চিত্র প্রযোজক-পরিচালক বিপ্লব শরীফ, সাধারণ সম্পাদক ধারাভাষ্যকার আরিফুল ইসলাম কাজলসহ আরও অনেকেই।
সুস্থ ধারার সংস্কৃতিকে বিকৃতি করার বিরুদ্ধে কাজ করা এই সংগঠনের সভাপতি বিপ্লব শরীফ বলেন, ‘এই হিরো আলমকে দেশের মানুষ প্রশয় দিয়ে মাথায় তুলেছেন। আর সেই কারণে সে মানুষের আবেগ ও দেশের ভাবমূর্তি নষ্ট করছে। তার বিরুদ্ধে আরও নানা রকমের অভিযোগ রয়েছে। কিছুদিন আগেও রবিন্দ্রসংগীত বিকৃতি করায় আমরা তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
আরিফুল ইসলাম কাজল বলেন, ‘আমি দীর্ঘদিন ধরেই খেয়াল করছি হিরো আলম দেশের মানুষকে বিভিন্ন ভাবে অতিষ্ঠ্য করে তুলেছে। তার এসব কর্মকাণ্ডে দেশের মানুষ চুপ থাকলেও, আমরা পারছি না বলেই আজকের এই আন্দোলনের ডাক দেওয়া। আমরা বাংলাদেশ অপসংস্কৃতি প্রতিরোধ সংস্থা (বিওপিএস) মাধ্যমে সকল অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।’
এএম/এমএমএ/