জায়েদ-সানীর দ্বন্দ্ব ও অভিযোগ নিয়ে যা বললেন ইলিয়াস কাঞ্চন
জায়েদ খান ও ওমর সানীর দ্বন্দ্ব এখন চরম আকার ধারণ করেছে। এই ঘটনায় উত্তাল চলচ্চিত্রপাড়া। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে জায়েদের বিরুদ্ধে লিখিত অভিযোগও করেছেন ওমর সানী। অভিযোগে জায়েদের বিরুদ্ধে সংসার ভাঙার কথাও এনেছেন তিনি। এরপর মৌসুমীর অডিওবার্তা এবং তার ছেলে ফারদিনের মন্তব্য নিয়ে রীতিমত ট্রল হচ্ছেন স্যোশাল মিডিয়াতে।
এসব বিষয়ে এবার মুখ খুললেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।
তিনি গণমাধ্যমকে বলেন, ‘ওমর সানীর দেওয়া লিখিত অভিযোগের চিঠি হাতে পেয়েছি। এই বিষয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির আগামী সভায় কথা হবে। তারপর সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যরা মিলে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’
ইলিয়াস কাঞ্চন আরও বলেন, ‘আমাদের কাছে নানা রকমের চিঠি আসে। সেগুলো আমরা জমা রাখি। প্রতি মাসের যে মিটিং হয়, সেগুলোতে গুরত্ব অনুযায়ী সামনে আনা হয়। সানীর এই অভিযোগের চিঠি নিয়েও সেভাবেই কথা বলা হবে। যত দ্রুত সম্ভব আমরা সভায় বসার চেষ্টা করব।’
তবে কবে নাগাদ সভা হবে তা জানায়নি ইলিয়াস কাঞ্চন।
এএম/এমএমএ/