মুখ বাঁকা হয়ে গেছে জাস্টিন বিবারের
কানাডিয়ান পপস্টার জাস্টিন বিবার। পৃথিবী জুড়ে তার অগণিত ভক্ত রয়েছেন। এবার জানা গেল এই পপস্টারের নতুন খবর। বিরল রোগে আক্রান্ত হয়েছেন তিনি। শুক্রবার ১০ জুন ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্টে এমনটি জানিয়েছেন এ তারকা গায়ক।
তিনি জানিয়েছেন, রামসে হান্ট সিনড্রোম অসুখে আক্রান্ত তিনি। এতে তার মুখের একটি অংশ আক্রান্ত হয়ে বাঁকা হয়ে গেছে। বলতে গেলে মুখের একটা অংশ অকেজো হয়ে গেছে তার। একই কারণে তার ওয়ার্ল্ড ট্যুরও বাতিল করা হয়েছে।
ভিডিওতে তিনি বলেন, ‘আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি চোখের পাতা পড়ছে না। আমার মুখের একটা পাশ দিয়ে হাসতেও পারছি না, এক পাশের ছিদ্রটিও কাজ করছে না। যারা আমার শো বাতিলের কারণে হতাশ, তাদের বলব, আমি একেবারেই শোতে গাইতে পারছি না। পরিস্থিতি বেশ গুরুতর।’
এর আগেও দু’বার স্থগিত হয়েছে জাস্টিন বিবারের ওয়ার্ল্ড মিউজিক ট্যুর। এর আগে কোভিডের কারণে আর এবার রামসে হান্ট সিনড্রোম অসুখে বাতিল হলো তার মিউজিক ট্যুর। সূত্র: হিন্দুস্তান টাইমস
এএম/এমএমএ/