অবশেষে স্থগিত ‘কোক স্টুডিও বাংলা’র কনসার্ট
প্রথমবার বাংলাদেশে শুরু হয়েছে ‘কোক স্টুডিও বাংলা’। ইতোমধ্যেই প্রকাশিত গানগুলো জনপ্রিয়তা পেয়েছে। এবার ‘কোক স্টুডিও’র প্রকাশিত গানগুলো দর্শকের সামনে সরাসরি গেয়ে শোনাতে কনসার্টের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৯ জুন) রাজধানীর আর্মি স্টেডিয়ামে কনসার্টের আয়োজন করে কোকাকোলা বাংলাদেশ। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে অবশেষে স্থগিত করা হলো আলোচিত এই কনসার্ট।
প্রথমে বিকাল ৪টা থেকে ‘কোক স্টুডিও বাংলা’ শিরোনামে কনসার্টটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু হয়নি। পরবর্তীতে আয়োজক কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানায়, সন্ধ্যা ৭টায় শুরু হবে কনসার্ট। তবে একথাও রাখতে পারলেন না তারা। বৃষ্টির কারণে বাধ্য হয়ে অবশেষে কনসার্ট স্থগিত করল আয়োজক কমিটি।
এদিন বিকাল ৫টায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ গণমাধ্যমকে জানান, বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের আজকের কনসার্ট স্থগিত করা হয়েছে। নতুন সময় ও সিদ্ধান্ত পরে জানানো হবে।
কনসার্টে গান গাওয়ার কথা ছিল জেমস, মমতাজ, ব্যান্ড তারকা মিজান রহমান, শায়ান চৌধুরী অর্ণব, পান্থ কানাইসহ আরও অনেকের। এ ছাড়া ব্যান্ডের মধ্যে রয়েছে ওয়ারফেজ, নেমেসিস, লালন, ইন্ট্রোয়েট ও জালালি সেট।
এই কনসার্টে আগত দর্শকরা ফিফা বিশ্বকাপের ট্রফিও দেখার সুযোগ পাবেন বলে জানানো হয়েছিল।
এএম/এসজি/