সন্ধ্যা ৭টায় শুরু হবে ‘কোক স্টুডিও’র কনসার্ট
প্রথমবার বাংলাদেশে শুরু হয়েছে ‘কোক স্টুডিও বাংলা’। ইতোমধ্যেই প্রকাশিত গানগুলো জনপ্রিয়তা পেয়েছে। এবার ‘কোক স্টুডিও’র প্রকাশিত গানগুলো দর্শকের সামনে সরাসরি গেয়ে শোনাতে আয়োজন করা হয়েছে কনসার্ট।
বৃহস্পতিবার (৯ জুন) রাজধানীর আর্মি স্টেডিয়ামে কনসার্টের আয়োজন করেছে কোকাকোলা বাংলাদেশ। বিকাল ৪টা থেকে ‘কোক স্টুডিও বাংলা’ শিরোনামে কনসার্টটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু হয়নি কনসার্ট।
প্রতিকূল আবহাওয়ার কারণে অনেকেই ধারণা করেছেন হয়তো কনসার্টটি আর হবে না। তবে এসব আশঙ্কাকে উড়িয়ে দিয়ে গণমাধ্যমকে কনসার্টের নতুন সময় জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। তারা জানায়, বিকাল পাঁচটায় গেট খুলে দেওয়া হবে। কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৭টায়।
কনসার্টে মূল আকর্ষণ ব্যান্ড তারকা জেমস। এ ছাড়া গান পরিবেশন করবেন মমতাজ, ব্যান্ড তারকা মিজান, শায়ান চৌধুরী অর্ণব, পান্থ কানাইসহ আরও অনেকে। ব্যান্ডের মধ্যে রয়েছে ওয়ারফেজ, নেমেসিস, লালন, ইন্ট্রোয়েট ও জালালি সেট।
এ কনসার্টে আগত দর্শকরা ফিফা বিশ্বকাপের ট্রফিও দেখার সুযোগ পাবেন।
এএম/এসজি/