তারকাদের বাজেট ভাবনা
সরকারকে জনমানুষের জন্য বাজেট দিতে হবে: সোহেল রানা
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল ২০২২-২০২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন বৃহস্পতিবার (৯ জুন)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী।
এবারের বাজেটের স্লোগান ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’। এটি আওয়ামী লীগের ২২তম, স্বাধীন দেশের ৫১তম বাজেট।
বাজেট নিয়ে মানুষের মধ্যে আলোচনা কমতি নেই। বাজেটে সরকারের কাছে সাধারণ মানুষের পাশাপাশি তারকাদেরও রয়েছে বিশেষ প্রত্যাশা।
সেই প্রত্যাশার কথা ঢাকাপ্রকাশ-কে জানালেন কিংবদন্তি চিত্রনায়ক সোহেল রানা।
তিনি বলেন, ‘এখন আমরা একটা যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছি। ২ বছর করোনা মহামারির মধ্য দিয়ে গেছি। আমাদের সংস্কৃতির চেয়ে বেঁচে থাকার জন্য এখন বেশি যুদ্ধ করতে হচ্ছে। আমাদের জীবনের অন্যকিছুর আগে আহার, বস্ত্র, ভালো চিকিৎসা বেশি প্রয়োজন। এসব কিছুর দাম যেন সহনীয় পর্যায়ে থাকে, সেইদিকে খেয়াল রাখতে হবে। বিদেশি যেসব জিনিস আমাদের জীবনের জন্য খুব প্রয়োজন, সেগুলোর যেন ভ্যাট কম হয় সেই অনুরোধ থাকবে আমার।'
সোহেল রানা আরও বলেন. ‘এখন আবার রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ। স্বাভাবিকভাবেই আমরা একটা অর্থনৈতিক যুদ্ধের মধ্যে পড়ে গেছি। শুধু সরকার নয়, সবাই মিলে এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য কাজ করে যেতে হবে। প্রয়োজন হলে সরকারকে কিছু বিষয়ে ভর্তুকি দিয়ে সবকিছুর দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। সবাই যেন খেয়ে-পরে বেঁচে থাকতে পারে। অনেক কিছুর মধ্যে সরকারকে কিছু কিছু বিষয়ে ছাড় দিয়ে জনমানুষের জন্য বাজেট দিতে হবে।’
এএম/এমএমএ/