মুখ থুবড়ে পড়েছে ‘আগামীকাল’, হতাশ হল মালিকরা
চিত্রনায়ক ইমন, জাকিয়া বারী মম ও সূচনা আজাদ অভিনীত সিনেমা ‘আগামীকাল’। এটি রাজধানীসহ দেশের ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৩ জুন।
অঞ্জন আইচের পরিচালনায় সিনেমাটি মুক্তির দিনে কিছুটা ভালো চললেও পরের দিন থেকেই মুখ ফিরিয়ে নিয়েছে দর্শক। হল মালিকদের ভাষায়, একদমই মুখ থুবড়ে পড়েছে সিনেমাটি। এতে হতাশাও প্রকাশ করেছেন তারা।
কিছু সিনেমা হলের কোনো শো’তে তিনজন আবার কোনো শো’তে চারজন দর্শক নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সিনেমাটি। এক সপ্তাহ আগে সিনেমাটি হল থেকে নামাতে পারছেন না বলেই বাধ্য হয়ে সিনেমাটি চালাতে হচ্ছে বলে জানান হল মালিকরা।
এ সম্পর্কে রাজধানীর ঐতিহ্যবাহী সিনেমা হল মধুমিতার কর্ণধার নওশাদ বলেন, ‘আগামীকাল ভালো যাচ্ছে না। খুব খারাপ যাচ্ছে। এর আগে চ্যানেল আইয়ের যে সিনেমা চলল ওটাও ভালো যায়নি। এটাও ভালো যাচ্ছে না। ছবি আবার পড়ে যাচ্ছে। মান ধরে রাখতে পারছে না। কনটেন্টও ভালো না। আবার নায়ক-নায়িকাও ভালো না। সব মিলিয়ে খুব খারাপ যাচ্ছে সিনেমাটি। আমার একটা শো হাউজফুল হলে ৫৫ হাজার টাকা সেল হয়। এ সিনেমা দিয়ে পুরো সপ্তাহে এক শো’য়ের টাকা আসবে না। এ সিনেমায় তেমন কোনো কাস্টই নেই। ঈদের ছবি ভালো গেছে। একটু সূর্যের আলো দেখছিলাম। আবার সবকিছু মেঘলা হয়ে গেল। আমি খুব হতাশ।’
শ্যামলী সিনেমা হলের কর্ণধার আহসাউল্লাহ বলেন, ‘সেল তেমন ভালো যাচ্ছে না। দর্শকদের অবস্থা এমন হবে এটা আশা করি নেই। খুব খারাপ সিনেমার অবস্থা। খামোখা ভালো বলে লাভ নেই। ছবি আসলেই খুব খারাপ যাচ্ছে। ভালো যাওয়ার প্রশ্নই আসে না।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘ছবিটি ভালো যাচ্ছে না। আমরা আশানুরূপ ফল পাচ্ছি না। যেমন আশা করছিলাম তেমন যাচ্ছে না।’
এতে ইমন, মম, সূচনা আজাদ ছাড়াও এতে আরও অভিনয় করেছেন- টুটুল চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, ফারুক আহমেদ, আশিষ খন্দকার, সাবেরী আলম, তারেক স্বপন প্রমুখ।
এএম/এসএন