গানের জাদুকর লাকী আখন্দের জন্মদিন আজ
লাকী আখন্দ বাংলা সংগীত ভুবনে এক ধ্রুবতারা। যার সুর ও সংগীতে মুগ্ধ হয়েছেন সর্বস্তরের শ্রোতারা। ‘আমায় ডেকো না’, ‘আগে যদি জানতাম’, ‘আবার এলো যে সন্ধ্যা’, ‘এই নীল মনিহার’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘কে বাঁশি বাজায়রে’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘লিখতে পারি না কোনো গান’সহ অসংখ্য কালজয়ী গান সৃষ্টি করে গেছেন প্রয়াত এই কিংবদন্তি সুরকার সংগীত পরিচালক।
আজ খ্যাতিমান এই সংগীত সাধকের জন্মদিন। ১৯৫৬ সালের ৭ জুন পুরান ঢাকার পাতলাখানলেনে জন্মগ্রহণ করেন লাকী আখন্দ।
৫ বছর বয়সেই তিনি তার বাবার কাছ থেকে সংগীতে হাতেখড়ি নেন। ব্যান্ড দল ‘হ্যাপী টাচ’-এর সদস্য ছিলেন লাকী আখন্দ।
১৯৬৩-১৯৬৭ সাল পর্যন্ত টেলিভিশন এবং রেডিওতে শিশু শিল্পী হিসেবে সংগীত বিষয়ক অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। ১৪ বছর বয়সেই এইচএমভি পাকিস্তানের সুরকার এবং ১৬ বছর বয়সে এইচএমভি ভারতের সংগীত পরিচালক হিসেবে নিজের নাম যুক্ত করেন লাকী আখন্দ। সর্বশেষ তিনি বাংলাদেশ বেতারের
পরিচালক (সংগীত) হিসেবে কর্মরত ছিলেন। খ্যাতিমান সুরকার ও সংগীত পরিচালক লাকী আখন্দের জন্মদিনে ঢাকাপ্রকাশ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছে।
এএম/আরএ/