বেঙ্গল ফাউন্ডেশনের ৫ নতুন অ্যালবাম
বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে ডিজিটাল মাধ্যমে প্রকাশিত হয়েছে বিভিন্ন শিল্পীর কণ্ঠে নানা ধরনের গানের সংকলন নিয়ে ৫টি গানের অ্যালবাম। অ্যালবামগুলো হচ্ছে ‘যামিনী তুমি দীঘল হয়ো’, ‘পথের শেষ কোথায়’, ‘ বসন্ত মুখর আজি’, ‘চিরসখা হে’, ‘ব্রহ্মসনাতন’।
‘যামিনী তুমি দীঘল হয়ো’ অ্যালবামে প্রমীলা চক্রবর্তীর কণ্ঠে পদাবলী কীর্তন রয়েছে। এতে সংকলিত গানের তালিকা ‘আহা গোপালে ছাড়িয়া’- প্রচলিত, ‘রাধে বুঝাও আমারে কেন’ শৈলেন রায়, ‘আহা কুরূপা কুব্জা রাণী হলো’ শৈলেন রায়, ‘নবদ্বীপের শোভনচন্দ্র’ শৈলেন রায়।
পথের শেষ কোথায় অ্যালবামে রয়েছে বুলবুল ইসলামের কণ্ঠে রবীন্দ্রনাথের গান। সংকলিত গানের তালিকা ‘আবার এরা ঘিরেছে মোর মন’ , ‘আধেক ঘুমে নয়ন চুমে’, ‘আমি তখন ছিলেম মগন’, ‘তোমারি মধুর রূপে’, ‘তোমায় আমায় মিলন হবে’, ‘তোমায় নতুন করে পাব বলে’, ‘ দোলে প্রেমের দোলন চাঁপা’, ‘পথের শেষ কোথায়’।
বসন্ত মুখর আজি অ্যালবামে সনজিদা বীথিকার কণ্ঠে রয়েছে নজরুলের গান। এতে গান রয়েছে ‘একি সুরে তুমি গান শোনালে’, ‘নব কিশলয় রাঙা’, ‘বসন্ত মুখর আজি’, ‘খাতুনে জান্নাত’, ‘সোনার হিন্দোলে’, ‘ওগো অন্তরযামী’, ‘মোরা ছিনু একেলা’, ‘আমি চিরতরে’।
নন্দিতা মুখার্জীর কণ্ঠে রবীন্দ্রনাথের গান রয়েছে চিরসখা হে অ্যালবামটিতে। এতে গান রয়েছে ‘হৃদয়ের এ কূল ও কূল’ , ‘আজি এ আনন্দসন্ধ্যা’ , ‘মেঘের 'পরে মেঘ জমেছে’ , ‘গহন কুসুমকুঞ্জ-মাঝে’ , ‘চক্ষে আমার তৃষ্ণা’ , ‘দেখো সখা ভুল করে’ , ‘তুই ফেলে এসেছিস কারে’ , ‘বিরহ মধুর হল আজি’ , ‘চিরসখা ছেড়ো না মোরে’।
ব্রহ্মসনাতন সুকান্ত চক্রবর্তী ও অভিজিৎ মজুমদারের কণ্ঠে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের ব্রহ্মসংগীতের সংকলন রয়েছে এতে। গানের তালিকা ‘অন্তরতর অন্তরতম তিনি যে’, ‘ঐ যে দেখা যায় আনন্দধাম’ , ‘আজ আনন্দে প্রেমচন্দ্রে’, ‘প্রণমামি অনাদি অনন্ত সনাতন’ , ‘ধন্য তুমি হে পরমদেব’ , ‘বিমল প্রভাতে মিলি একসাথে’ ‘হৃদয়ের মম যতনের ধন’ , ‘ধন্য তুমি ধন্য! ভব-জলধি-তারণ’ , ‘জানি তুমি মঙ্গলময়’ , ‘ব্রহ্মসনাতন তুমি হে’ , ‘ধন্য ধন্য ধন্য আজি দিন’ ।
এএম/এএস