‘মিশন টু আমেরিকা’

ছোটপর্দার পরিচিত মুখ তাহমিনা সুলতানা মৌ, নিলয় আলমগীর ও পারসা ইভানা। এবার তারা নাটক ‘মিশন টু আমেরিকা’ এর জন্য বিশেষ সাড়া পাচ্ছেন দর্শকদের কাছে।
‘মিশন টু আমেরিকা’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সম্রাট জাহাঙ্গীর। এরইমধ্যে ইউটিউবে নাটকটি প্রকাশিত হয়েছে। এতে তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাহমিনা সুলতানা মৌ, নিলয় আলমগীর ও পারসা ইভানা। আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ফারুক আহমেদ।
নাটকটিতে অভিনয়ের জন্য দর্শকদের কাছে বেশ সাড়া পাচ্ছেন জানিয়ে মৌ বলেন, ‘এ নাটকটি কমেডি ঘরানার। আমার কাছে ভালো লেগেছিল কাজটি করতে। কমেডি গল্পে দর্শকদের এতো ভালোবাসা পাবো ভাবিনি। নিলয়, ইভানা, ফারুক ভাই-প্রত্যেকেই ভালো অভিনয় করেছেন।’
এদিকে নিলয় আলমগীর এরইমধ্যে শেষ করেছেন মহিন খানের পরিচালনায় ‘এক্স যখন শালী’, সোহেল হাসানের ‘আমি বিয়ে করবো না’ নাটকের কাজ। পারসা ইভানা আগামী ঈদের জন্য কাজল আরেফীন অমি’র পরিচালনায় ‘বেড বাজ’ নাটকের কাজ শেষ করেছেন। এতে তার সহশিল্পী হিসেবে আছেন মিশু সাব্বির। এছাড়া ইভানা একই পরিচালকের ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে অভিনয় করছেন। তাহমিনা সুলতানা মৌ এরইমধ্যে আদিফ হাসানের পরিচালনায় ‘প্রেমিক ফটোগ্রাফার’ নাটকের কাজ শেষ করেছেন।
এএম/আরএ/
