ভারতী’র সন্তানকে অভিনেতা বানাবেন সালমান

জনপ্রিয় কমেডিয়ান ভারতী এখন সন্তানসুখে আপ্লুত। গত রবিবার তার কোলজুড়ে এসেছে এক পুত্র সন্তান। নেটমাধ্যমে ছবি দিয়ে এই সুখবরও জানিয়েছেন তিনি। যদিও সন্তানের ছবি প্রকাশ করেননি ভারতী।
তবে এই সন্তানকে অভিনেতা বানাবেন বলিউড ভাইজান সালমান খান। ইতিমধ্যেই সালমান খান ও ভারতী’র এমন একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম।
সন্তান জন্মের পরই ‘বিগ বস ১৫’-এর এই ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। ৩ মাসের পুরনো সেই ভিডিওতে সন্তান সম্ভবা ভারতীর পাশে দাঁড়িয়ে ভারতী’র স্বামী চিত্রনাট্যকার হর্ষ। হাতে মিষ্টির বাক্স। দু’জনেই সন্তানের আগমনবার্তা ঘোষণা করে সাধভক্ষণ অনুষ্ঠানে আমন্ত্রণ করলেন সালমান খানকে।
এতে সালমানের আশীর্বাদ প্রার্থনা করে আরেক আবদার রাখেন ভারতী। তিনি বলেন, সালমানের খামারবাড়িতেই সাধভক্ষণের অনুষ্ঠান করতে চান, বাড়িটি কি দেবেন সালমান?
উত্তরে রসিকতা করে সালমান বলেন, ভারতী আর হর্ষের সন্তান হলে তাকে অভিনেতা বানানোর দায়িত্ব তার। সালমানের সেই কথায় আহ্লাদে আপ্লুত হয়ে পড়েন ভারতী। ভারতী ও হর্ষ দম্পতিকে অভিনন্দনর জানান ভাইজান।
এএম/এমএমএ/
