শতাধিক বিজ্ঞাপনের মডেল রুম্পা ব্যস্ত অভিনয়ে

মডেল, অভিনেত্রী, উপস্থাপক আসমা পাঠান রুম্পা। মডেল হিসেবে প্রায় দুই দশক আগে একটি প্রতিষ্ঠানের ইনসেক্ট কিলারের বিজ্ঞাপনে তুষারের নির্দেশনায় প্রথম মডেল হয়েছিলেন তিনি। পরবর্তীতে ‘ভিম-ঝকঝকে চকচকে’, ‘লিপটন’ (তুমি না থাকলে সকালটা এতো মিষ্টি হতো না), ‘ডি-ফাইভ’ টুথপেস্ট’সহ শতাধিক বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করে রুম্পা আলোচনায় এসেছেন।
এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় ‘চার দেয়ালের চাঁদ’ নামে একটি নাটকে অভিনয়ের মধ্যদিয়ে অভিনয়ে রুম্পার অভিষেক হয়। এরপর আরও অনেক নাটকে অভিনয় করেছেন তিনি। তবে বর্তমানে অভিনয়ে ব্যস্ততা বেড়েছে দ্বিগুণ। জি-ফাইভ’র ‘এ এমন পরিচয়’ , আল হাজেনের ‘প্রেম চক্কর’, রুমান রুনির ‘ফাইভ স্টার মেস’, সজীব মাহমুদের ‘হৈ চৈ ডটকম’ ধারাবাহিকে অভিনয় করছেন রুম্পা। অভিনয়ের পাশাপাশি রুম্পা বিজ্ঞাপনেও মডেল হিসেবে নিয়মিত কাজ করছেন।
রুম্পা বলেন, ‘ এখন আসলে অভিনয়কে ভীষণ গুরুত্ব দিচ্ছি। কারণ অভিনেত্রী পরিচয় দিতেই আমি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। এখনও যদিও সিনেমায় অভিনয় করা হয়ে উঠেনি। তবে ভালো গল্প, চরিত্র পেলে অভিনয় করব। দেখা যাক সামনে কী হয়। সবাই আমার জন্য দোয়া করবেন।’
এএম/এসএন
