খাবারের সন্ধানে কক্সবাজারে মীর

কলকাতার জনপ্রিয় উপস্থাপক, অভিনেতা, কণ্ঠশিল্পী মীর আফসার আলী। গেল কয়েকদিন ধরে তাকে ঢাকার রাস্তায় রাস্তায় ঘুরতে দেখা গেছে।
জানা গেছে, তিনি খাবার নিয়ে ব্লগ করতে টিম নিয়ে বাংলাদেশে এসেছেন।
এই কয়দিনে ঢাকার বিভিন্ন এলাকার খাবার নিয়ে বানিয়েছেন মজার মজার ভিডিও। এবার তিনি পাড়ি দিলেন কক্সবাজারে। সেখানে গিয়েও খাবার নিয়ে ব্লগ করবেন তিনি।
মীর তার ফেসবুকে কক্সবাজার অবস্থানের কয়েকটি ছবি দিয়ে পোস্টে লিখেছেন, ‘ঢাকায় দাওয়াতের চাপ আর নিতে না পেরে পালিয়ে এলাম কক্সবাজারে আজ ২৯ মার্চ সকালের বিমানে। এখানেও নিস্তার নাই! পালংকিতে মারকাটারি আয়োজন। খাবারের সমুদ্র পেরিয়ে আর কোথায় পালাব আমরা?’
ঢাকায় আসার কারণটা স্পষ্টভাবে মঙ্গলবার (২৯ মার্চ) ঢাকা বননীতে এক হোটেলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন মীর।
বাংলাদেশের অভিনেতা ও ফুড ব্লগার আদনান ফারুক হিল্লোলের আমন্ত্রণে তারা বাংলাদেশে এসেছেন। তাদের সহযোগিতা করছে ইনফ্লুয়েন্সার হাব। বাংলাদেশের জনপ্রিয় খাবার নিয়ে ব্লগ বানিয়ে তাদের ফুডকা নামে ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন মীব।
মীর আরও জানান, ফুডকা টিম বাংলাদেশ থেকে বিদায় নেবে ১ এপ্রিল।
এএম/এমএমএ/
