খালিদ হাসান মিলুকে হারানোর ১৭ বছর

বাংলা গানের আকাশে উজ্জল নক্ষত্র খালিদ হাসান মিলু। মঙ্গলবার (২৯ মার্চ) তার ১৭তম মৃত্যুবার্ষিকী। ২০০৫ সালের (২৯ মার্চ) আজকের এই দিনে মাত্র ৪৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই খ্যাতিমান গায়ক।
১৯৮০ সালে মাত্র বিশ বছর বয়সে খালিদ হাসান মিলু তার সংগীত ক্যারিয়ার শুরু করেন। তার প্রথম ‘ওগো প্রিয় বান্ধবী’ অ্যালবামের মাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি করেছিলেন। অল্প সময়ে তিনি ১২টি অ্যালবাম প্রকাশ করেন।
তার উল্লেখযোগ্য অ্যালবামগুলো হচ্ছে- ওগো প্রিয় বান্ধবী, প্রতিশোধ নিও, নীলা, শেষ ভালোবাসা, আয়না, মানুষ, ইত্যাদি।
খালিদ হাসান মিলু কণ্ঠ দিয়েছেন প্রায় আড়াইশ’ চলচ্চিত্রের গানে। তারমধ্যে ‘যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়’, ‘আমার মতো এত সুখী নয়তো কারো জীবন’, ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’, ‘কতদিন দেখিনা মায়ের মুখ’, ‘নীলা তুমি আবার এসো ফিরে’, ‘নিশিতে যাইও ফুলবনে’-এমন অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রের গানে কন্ঠ দিয়েছেন তিনি।
‘হৃদয় থেকে হৃদয়’ চলচ্চিত্রে গানের জন্য ১৯৯৪ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান খালিদ হাসান মিলু। তার দুই পুত্র প্রতীক হাসান ও প্রীতম হাসানও হাঁটছেন বাবার দেখানো পথে। তারাও গান করে হয়েছেন জনপ্রিয়।
এএম/এমএমএ/
