‘সমিতি চলছে, আমি একজন শিল্পী হিসেবে দায়িত্ব পালন করছি’

‘শ্রদ্ধেয় মিজু আহমেদ ভাই, দিতি আপার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার (২৭ মার্চ) শিল্পী সমিতিতে, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। সংগঠনের এসব কাজ করতে হবে না? শুধু দূর থেকে মামলা মোকাদ্দমা নিয়ে কথা বললেই হবে? সামনে আসছে রোজা। বেশ কয়েকজনের নিয়মিত খাবার আয়োজন করতে হবে, কর্মচারীরাও আছে। শিল্পীরা রয়েছে, তাদের দেখতে হবে। এভাবে সমিতি থামিয়ে রাখলে হবে? সমিতি চলছে, আমি একজন শিল্পী হিসেবে দায়িত্ব পালন করছি। কোনো পদ ধারণ করে নয়। শিল্পী সমিতির কর্মচারীদের বেতন বাকি এটা কে দেবে? আমরাই সম্মিলিতভাবে দিচ্ছি। শুধু সমালোচনা করলে তো হবে না।’ গণমাধ্যমের সঙ্গে কথা হলে এভাবেই বলেন জনপ্রিয় চিত্রনায়িকা নিপুণ।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের আসন নিয়ে চিত্রনায়িকা নিপুল ও জায়েদ খানের আইনি লড়াই চলছে। এরমধ্যে শনিবার (২৬ মার্চ) এফডিসির শিল্পী সমিতির অফিসে বৈঠকের বেশ কয়েকটি ছবি নিয়ে তৈরি হয়েছে আলোচনা।
বৈঠক চলকালীন কিছু ছবি ফেসবুকে পোস্ট করেন সমিতির সহ-সাধারণ সম্পাদক নায়ক সাইমন সাদিক ক্যাপশনে লেখেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরী পরিষদের মিটিং।’
এরপর থেকেই ছবিগুলো নিয়ে নিয়ে শুরু হয় আলোচনা। কেউ বলছেন, আইনি সমাধান না হতেই নিপুণ কীভাবে সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন? কেউ বা বলছেন নিপুণ শিল্পীদের কল্যাণে যেভাবে কাজ করার চেষ্টা করছেন, তা অবশ্যই ইতিবাচক।
উল্লেখ্য, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদে গত ২ মার্চ জায়েদ খানের পক্ষে রায় দেন হাইকোর্ট। এরপর শপথ নিয়ে চেয়ারেও বসেছিলেন তিনি। তবে গত ৬ মার্চ শুনানি শেষে জায়েদ খানকে সমিতির সাধারণ সম্পাদক ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন চেম্বার আদালত।
এএম/এমএমএ/
