বঙ্গবন্ধুকে নিয়ে গান ‘ফিরে এসো বঙ্গবন্ধু’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশ করা হয়েছে গানচিত্র ‘ফিরে এসো বঙ্গবন্ধু’। গানটি লিখেছেন কলকাতার শুভদ্বীপ চক্রবর্তী এবং সুর করেছেন কলকাতার সংগীত পরিচালক চিরন্তন ব্যানার্জি।
‘ফিরে এসো বঙ্গবন্ধু’ গানচিত্রটি চিত্রায়িত হয়েছে বাংলাদেশ, কলকাতা এবং যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও নিউইয়র্ক সিটিতে।
গানটিতে কণ্ঠ দিয়েছেন নিউইয়র্ক থেকে কণ্ঠশিল্পী তনিমা হাদি ও লসঅ্যাঞ্জেলেস থেকে মারভীন অধিকারী রুপম, কলকাতা থেকে কণ্ঠশিল্পী জয়তী চক্রবর্তী, রাঘব চ্যাটার্জি, চিরন্তন ব্যানার্জি ও শুভদ্বীপ চক্রবর্তী। বাংলাদেশ থেকে অংশ নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী, ব্যান্ড ‘স্পন্দন’ এবং নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী এ.পি. শুভ।
ক্যালিফোর্নিয়ার ‘এইচডি বাংলা’ টেলিভিশনের উদ্যোগে ও সার্বিক তত্ত্বাবধানে নির্মিত হয়েছে গানচিত্রটি।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ-এর মিউজিক ইউটিউব চ্যানেলে গানচিত্রটি প্রকািশত হয়েছে।
এএম/এমএমএ/
