মারা গেছেন ফো ফাইটার্স ব্যান্ডের কিংবদন্তী ড্রামার টেইলর হকিন্স

মার্কিন কিংবদন্তী ব্যান্ড দল ‘দি ফো ফাইটার্স’র ড্রামার টেইলর হকিন্স মারা গেছেন। গতকাল ২৫ মাচ খবরটি জানিয়েছে ব্যান্ড। তার বয়স হয়েছিল ৫০।
বিবৃতিতে রক ব্যান্ড ‘ফো ফাইটার্স বলেছে-‘দি ফো ফাইটার্স পরিবার বিধ্বস্ত হয়ে গিয়েছে তার বিয়োগান্ত ও দু:খজনকভাবে চিরকালের জন্য ছেড়ে যাওয়ায়। তিনি আমাদের ভালোবাসার টেইলর হকিন্স। তার সঙ্গীতের মেধা, কর্মশক্তি ও নিজের ড্রামের ক্ষমতা ছড়িয়ে দেবার জাদু, তার ড্রামের উল্লাস আমাদের সবার সঙ্গে, সবসময় থাকবে।’
তারা আরও জানিয়েছেন, ‘আমরা তার পরিবারের জন্য ব্যথিত। তার স্ত্রী ও সন্তানদের জন্য আমাদের হৃদয়ের শ্রদ্ধাঞ্জলি রইলো।’ তবে কী কারণে তিনি মারা গিয়েছেন সেটি জানানো হয়নি।
তিনি এমন একদিন মারা গেলেন, যখন তাদের ব্যান্ডদল ফো ফাইটার্সের কলম্বিয়ার রাজধানী বেগোতাতে কনসার্টের শিডিউল ছিল। তারা এখানে স্তেরেও পিকনিক নামের একটি উৎসবে গাইতেন শুক্রবার, ২৫ মার্চ। এরপর তারা ব্রাজিলে চলা লোলাপালুসা ব্রাসিল নামের আরেকটি উৎসবে রবিবার ২৭ মার্চ যোগদানের কথা ছিল। এই তথ্যগুলো জানানো হয়েছে ব্যান্ডটির ওয়েবসাইটে।
এই উৎসবের জন্য এল সালভাদর থেকে বেগোতাতে উড়ে যাওয়া দলের অন্যতম ভক্ত রোমেও রেইয়েস জানিয়েছেন, ‘ভক্তরা তাদের গান শোনার জন্য সকাল ১১টা থেকে উপস্থিত হচ্ছিলেন, কিন্তু ড্রামার টেইলর হকিন্সের মৃত্যুর খবরে ফো ফাইটার্স তাদের কনসার্টে পারফরমেন্স করা এরপর বাতিল করে দিয়েছে।
‘আমরা তখন নিজেদের জায়গাগুলোতে বসে বা দাঁড়িয়ে আছি। কিন্তু ঘোষণা করা হলো-‘দি ফো ফাইটার্স’ পারফরমেন্স করবে না। কিন্তু কেন সেটি জানানো হয়নি। এর ১০ মিনিট পর জানা গেল লোকমুখে, যে টেইলর মারা গিয়েছেন’-জানিয়েছেন তিনি। এরপর মোমবাতিগুলো জ্বালানো হলো মূল মঞ্চে। এই শোকের আলো টেইলরের আত্মার শান্তি কমনায় ভক্তদের শ্রদ্ধা নিবেদন। আলাদা পাঁটটি মঞ্চের প্রতিটির স্ক্রিনে একটি ম্যাসেজ বা বাণী ফুটে উঠলো-‘টেইলর হপকিন্স চিরকালের জন্য...।’
সূত্র : খবর সিএনএ অনলাইন।
ওএস/
