স্বাধীনতার ৫১ বছর উপলক্ষে চলচ্চিত্র শিল্পী সমিতির শ্রদ্ধা

বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছর উপলক্ষে ২৬ মার্চের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে এফডিসির শহীদ স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পাশাপাশি অন্যান্য সংগঠনের নেতা-কর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, নিপুণ, সাইমন, শাহনূর, ইমন, জেসমিনসহ আরও অনেকে।
ইলিয়াস কাঞ্চন বলেন, 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি আজ৷ যার স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে আমরা ৯ মাস যুদ্ধের প্রেরণা পেয়েছিলাম, এই দেশ পেয়েছি। আমাদের স্বাধীনতার মান বজায় থাকুক৷ আজকের দিনে কামনা করি, এই দেশ, দেশের মানুষ, আমাদের চলচ্চিত্র ভালো থাকুক৷ পৃথিবী শান্ত থাকুক৷ সকল যুদ্ধের অবসান হোক। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।'
নিপুণ বলেন, 'সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা৷ আমরা সুন্দর শান্তির একটি দেশ চাই। যে দেশের স্বপ্ন দেখেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সেই স্বপ্নের পথেই হাঁটছি আমরা৷'
এর আগে ২৫ মার্চের ভয়াল কালো রাত উপলক্ষে গতকাল রাত ১১টায় এফডিসিতে ১ হাজার মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে চলচ্চিত্রের ১৯ সংগঠনের সমন্বয়ে গঠিত সম্মিলিত চলচ্চিত্র পরিষদ।
এএম/এসআইএইচ
