বাদ পড়লেন শাকিব

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান। অভিনেতার পাশাপাশি তিনি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সদস্যও। এবার প্রযোজক সমিতি থেকে বাদ পড়লেন শাকিব খান।
তবে সমিতির সদস্যপদ বাতিল হয়নি তার। খোঁজ নিয়ে জানা গেল, সমিতির ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এই নায়ককে। বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক প্রযোজক।
সমিতির নিয়ম অনুযায়ী চাঁদা পরিশোধ না করা এবং কাগজপত্র আপডেট না থাকায় প্রাথমিক ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে শাকিবের নাম।
এ সম্পর্কে প্রযোজক সমিতির সদস্য মো. ইকবাল বলেন, ‘চাঁদা পরিশোধ ও কাগজপত্র ঠিক না থাকার সমিতির ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন শাকিব।’
গত বছরের মার্চ থেকে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি রয়েছে নেতৃত্বশূন্য। বর্তমানে তা দেখভাল করছেন প্রশাসক। প্রযোজকদের হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে নতুন নির্বাচনের তারিখও ঘোষণা করেছেন প্রশাসক।
আগামী ২১ মে এফডিসিতে এ নির্বাচন হবে। তাই নতুন করে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে। সেখানে শাকিব খানের ভোটটি বাতিল করা হয়। উল্লেখ্য, শাকিব খান বর্তমানে আমেরিকা রয়েছেন। তাই তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রথমে একটি অনুষ্ঠানে অংশ নিতে আমেরিকা গেলেও পরবর্তীতে সেখানে নাগরিকত্ব পেতে আবেদন করেছেন শাকিব খান।
এএম/এমএমএ/
