আগুনের কণ্ঠে দেওয়ান লালনের ‘জোছনা’

‘জোছনা’ বন্দনা করলেন এবার খ্যাতিমান গায়ক আগুন। তার কণ্ঠের মাধ্যমে জোছনা’কে ছড়িয়ে দেবেন সবার মাঝে এমন প্রত্যাশাই করেছেন এই গায়ক।
সম্প্রতি জোছনা শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটি লিখেছেন দেওয়ান লালন আহমেদ। সুর ও সংগীত করেছেন পার্থ মজুমদার।
ইতোমধ্যে এর মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। এটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।
মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন আদর আহমেদ ও রিভানা শাবনাজ। গান ও ভিডিওটি ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে শিগগিরই প্রকাশিত হবে বলে জানান দেওয়ান লালন।
গানটি সম্পর্কে আগুন বলেন, ‘এটি রোমান্টিক ঘরানার গান। গানের কথা সুর সুন্দর। ভালোবাসার গল্প দিয়ে গানটি আশা করি সবার ভালো লাগবে।’
সুরকার ও সংগীত পরিচালক পার্থ মজুমদার বলেন, ‘একটু ভিন্ন ধাঁচের প্রকৃতি, বিরহ ও প্রেম এই তিনটি বিষয়ের সমন্বয়ে তৈরি হয়েছে গানটি। আমার বিশ্বাস শ্রোতারা নিরাশ হবে না।’
দেওয়ান লালন আহমেদ বলেন, ‘শ্রোতাদের কথা মাথায় রেখে ভিন্ন ধাঁচের একটি গান করার চেষ্টা করেছি। আমার বিশ্বাস সব শ্রেণির শ্রোতাদের গানটি ভালো লাগবে।’
এএম/এসআইএইচ
