জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০
অসুস্থতার জন্য পুরস্কার নিতে পারলেন না আনোয়ারা

কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন। কিন্তু অসুস্থতার জন্য পুরস্কার নিতে যেতে পারলেন তিনি। জানা গেছে, এই অভিনেত্রীর মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার স্মৃতিবিভ্রম হয়েছে।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলেও তার পক্ষে এটি গ্রহণ করেছেন তার মেয়ে অভিনেত্রী মুক্তি।
আজ (২৩ মার্চ) বেলা ১২টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ পুরস্কার তুলে দেন। প্রধানমন্ত্রী তার কার্যালয় থেকে ভিডিও কলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুক্ত ছিলেন। আনোয়ারার অসুস্থতার কথা জানতে পেরে তাৎক্ষণিকভাবে তাকে সহোযোগিতা করার ঘোষণাও দেন তিনি।
এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন খ্যাতিমান দুই গুণী তারকা আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদ।
এএম/
